টেস্টে ফিরেই শতরান হাফিজের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 21:41:48

একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন! দুই বছর পর পাকিস্তানের হয়ে সাদা জার্সিতে ফিরেই তুলে নিয়েছেন শতরান। অবহেলার জবাবটা ব্যাট হাতেই দিয়েছেন মোহাম্মদ হাফিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে নাটকীয়ভাবে ডাক মিলেছিল। রোববার জায়গা পেলেন একাদশে। তারপর ৩৮ বয়সী হাফিজ তুলে নিলেন মনে রাখার মতো এক সেঞ্চুরি।

তার শতকে দুবাই টেস্টে দিনটা মন্দ কাটেনি পাকিস্তানের। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ১ম ইনিংসে ৩ উইকেট ২৫৫ রান।

মজার ব্যাপার হল- রোববারই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি পেলেন হাফিজ। খেললেন ১২৬ রানের এক ইনিংস।

টস জিতে শুরুতেই ব্যাট করতে নামে পাকিস্তান। রানের গতি ধীর হলেও দুর্দান্ত একটা সূচনা এসেছে ইমাম উল হক ও মোহাম্মদ হাফিজের ব্যাটে। উদ্বোধনী জুটিতে দু'জন যোগ করেন ২০৫ রান। ১৯৬৪ সালে আব্দুল কাদির-খালিদ ইবাদুল্লাহর অজিদের বিপক্ষে গড়েন ২৪৯ জুটি। দীর্ঘদিন পর আবারো ওপেনিংয়ে দুইশ ছাড়ানো জুটির দেখা মিলল।

দুবাইয়ে অনেকটা নতুন দল নিয়ে নেমেছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের বদলে তিন নতুন মুখ। আর সেই দলটার বিপক্ষে দাপটে দিনটা শেষ করল পাকিস্তানের ব্যাটসম্যানরা।

হাফিজ সেঞ্চুরি হাঁকালেও ইমাম ৭৬ রান করে ধরেন সাজঘরের পথ। ক্যারিয়ারের দশ নম্বর টেস্ট সেঞ্চুরি করতে হাফিজ খেললেন ১৭২ বল। ডট বলের সংখ্যা দেখেই আঁচ করা যায় দেখে-শুনেই খেলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন, পিটার সিডল ও অভিষিক্ত জন হোল্যান্ড নেন ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান: ১ম ইনিংসে ৯০ ওভারে ২৫৫/৩ (ইমাম ৭৬, হাফিজ ১২৬, আজহার ১৮, হারিস ১৫*, আব্বাস ১*; স্টার্ক ০/৬৬, সিডল ১/২৩, লায়ন ১/৬৩, হল্যান্ড ১/৭২)।

এ সম্পর্কিত আরও খবর