১২৯ বছরে অ্যালিসনই লিভারপুলের প্রথম

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-21 00:51:24

লিভারপুলের ১২৯ বছরের ইতিহাসে এতদিন কোনো গোলরক্ষকই গোল করতে পারেননি। ক্লাবের হয়ে সেই রেকর্ডটা গড়লেন অ্যালিসন বেকার। ইনজুরি টাইমে ৯৫তম মিনিটে বলে মাথা ছুঁয়ে লিভারপুলকে উপহার দিলেন অবিশ্বাস্য জয়সূচক এক গোল।

অ্যালিসনই প্রথম গোলকিপার যিনি কিনা লিভারপুলের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে গোলের দেখা পেলেন। এর আগে দ্য অ্যানফিল্ড শিবিরের গোলবারের কোনো অতন্দ্র প্রহরী লিভারপুলকে গোলে এনে দিতে পারেননি। তাই তো গোল পেয়েই আকাশের পানে তাকিয়ে উচ্ছ্বসিত ব্রাজিলের এ তারকা ফুটবলার শ্রদ্ধা জানান তার প্রয়াত বাবাকে।

অ্যালিসনের গোলে শীর্ষ চারে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় ছিনিয়ে নিল লিভারপুল। পিছিয়ে পরেও ২-১ গোলে হারিয়ে দিল স্বাগতিক প্রতিপক্ষ ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে।

প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে টটেনহ্যাম হটস্পার ২-০ গোলে হারিয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে। সুবাদে ইউরোপা লিগে কোয়ালিফাই করার সম্ভাবনা জোরালো করল স্পার শিবির।

এ সম্পর্কিত আরও খবর