বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেলেন গোলরক্ষক রানা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 09:00:48

ইনজুরির কারণে জাতীয় ফুটবল দলের ক্যাম্প ছেড়েছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন গোলবারের এ অতন্দ্র প্রহরী।

প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচের আগে ৮ মে ওয়ার্ম-আপের সময় ডান পায়ের (কাফ মাসল) পেশিতে চোট পান শেখ রাসেলের আশরাফুল রানা। তারপরও ক্যাম্পে ছিলেন তিনি।

কিন্তু স্ক্যান রিপোর্ট খুব একটা ভালো না আসায় চিকিৎসকদের পরামর্শে দল ছেড়ে গেছেন গোলকিপার আশরাফুল রানা। তাই কাতার সফরে যাওয়া হচ্ছে না তার। ফেসবুকে নিজেই নিশ্চিত করেছেন খবরটি।

আশরাফুল রানার বদলে দলে ডাক পেয়েছেন রহমতগঞ্জের রাসেল মাহমুদ লিটন। লিটনকে ক্যাম্পে অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ম্যানেজার ইকবাল হোসেন।

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বের তিনটি ম্যাচকে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঈদের পর ফের শুরু হয়েছে ফুটবলারদের অনুশীলন। ঈদের পর ইতিমধ্যে দুই দিনের অনুশীলনও হয়ে গেছে জামাল ভূঁইয়াদের। প্রথম দিন অনুশীলন করলেও দ্বিতীয় দিন মানে আজ মঙ্গলবার, ১৮ মে মাঠে ছিলেন না আশরাফুল রানা।

এ সম্পর্কিত আরও খবর