সেপ্টেম্বরে পাকিস্তান-আফগানিস্তানের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 18:25:04

পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে অনেক ম্যাচই খেলেছে আফগানিস্তান। কিন্তু দেশটির জাতীয় দলের সঙ্গে এখনো খেলা হয়নি আফগানদের। অবশেষে আক্ষেপটা দূর হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ এশিয়ার দেশটির।

আগামী সেপ্টেম্বরে আরব আমিরাতে পাকিস্তানকে আতিথ্য দিবে আফগানরা। খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এটাই হবে দু'দেশের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ।

তবে সাদা বলের সিরিজের ভেন্যু এখনো ঠিক হয়নি। করোনার কারণে সিরিজ হতে পারে শারজাহ, আবুধাবী বা দুবাইতে। এ নিয়ে আলোচনা চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মধ্যে। কথা হচ্ছে আফগান ক্রিকেটারদের ভিসা জটিলতা দূর করা নিয়েও।

আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে সীমিত ওভারের সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে দুদেশের ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনাও করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এ সম্পর্কিত আরও খবর