হকি বিশ্বকাপে শাহরুখ খান

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 03:06:16

‘চাক দে ইন্ডিয়া’ সিনেমাটা করতে গিয়েই হকির প্রেমে পড়েছিলেন তিনি। এরপর সময় পেলেই খোঁজ রাখেন ভারতীয় হকির। সেই শাহরুখ খানকে আবারো দেখা যাবে হকি মাঠে। তবে আগের মতো রুপালী পর্দায় কোচের ভূমিকায় নয়। এবার হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে বলিউড বাদশাহকে।

আসছে নভেম্বরে ভারতে বসবে পুরুষ হকির বিশ্বকাপ। যেখানে উদ্বোধনী দিন মাঠে দেখা যাবে শাহরুখকে। ২৭ নভেম্বর ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু আয়োজন। একদিন পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের মিশন।

কিং খানের উপস্থিতির কথাটা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক। টুইটারে তিনি লিখেন, ‘ভারতীয় হকির সমর্থনে মাঠে আসছেন শাহরুখ খান। আমরা সবাই উনার সিদ্ধান্তে কৃতজ্ঞ। বলিউড বাদশাহকে স্বাগত জানাতে প্রস্তুত ওড়িশা।’

‘চাক দে ইন্ডিয়া’র সেই কোচের চরিত্রে অভিনয় করে ভারতীয় হকি খেলোয়াড়দের আদর্শ হয়ে আছেন শাহরুখ। মাঠে তার আগমনের খবরে তাইতো দারুণ খুশি সবাই। দলের অন্যতম সেরা তারকা মনপ্রীত সিং বলছিলেন, ‘শাহরুখ, আপনার হকি প্রেমের কথা আমরা সবাই জানি। আমি আমাদের সমর্থনে মাঠে আসুন, আর দেখিয়ে দিন আপনি হকির কতোটা বড় ভক্ত।’

আবার শাহরুখ খান শত ব্যস্ততা সরিয়ে রেখে মাঠে আসতে প্রস্তুত হচ্ছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ফ্রাঞ্চাইজি নিজেই জানিয়ে রাখলেন, ‘ভারতের হকির সমর্থনে সব সময় নিজেকে নিয়োজিত করতে আমি প্রস্তুত। জানিয়ে রাখলাম-উদ্বোধনী দিন আমি আসছি।’

ওড়িশায় ২৮ নভেম্বর শুরু হবে পুরুষদের হকি বিশ্বকাপ। ১৬ দেশের এই লড়াই শেষ হবে ১৬ ডিসেম্বর।

এ সম্পর্কিত আরও খবর