জামাল ভূঁইয়াদের বেতন দিবে বাফুফে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 23:38:07

জাতীয় দলের ফুটবলাররা কোনো পারিশ্রমিক পান না। নামে মাত্র সম্মানী দেওয়া হয় তাদের। জাতীয় দল থেকে জামাল ভূঁইয়াদের আয় বলতে ম্যাচ ফি আর ক্যাম্পকালীন পকেট মানি। 

কিন্তু এই গতানুগতিক রীতি থেকে সরে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। খেলোয়াড়দের বেতন দিতে যাচ্ছে সংস্থাটি। আজ বৃহস্পতিবার, ১০ জুন কাতার সফরে না থাকা পাঁচ ফুটবলারের সঙ্গে আলোচনায় নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

ফুটবলারদের বেতন কাঠামো নিয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘একটি বেতন কাঠামোর মধ্যে থাকলে সবাই জাতীয় দলে খেলার প্রতি আকৃষ্ট হবে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। ইউরোপে ফুটবলাররা ক্লাবে অনেক অর্থ পায়। ফলে জাতীয় দলে সেই অর্থে সম্মানীর প্রয়োজন হয় না। আমাদের তো সেটা নেই।’

পরিকল্পনা অনুযায়ী প্রাথমিকভাবে ৩০ জন ফুটবলারকে বেতন কাঠামোর আওতায় আনা হবে। প্রথম ১৫ জন 'এ' ক্যাটাগরি, পরের ১০ জন 'বি' ক্যাটাগরি ও শেষ ৫ জন 'সি' ক্যাটাগরিতে থাকবেন। পারফরম্যান্সের ভিত্তিতে ক্যাটাগরি পাল্টে যাবে বা ফুটবলাররা বাদ যাবেন। টেকনিক্যাল কমিটি পর্যালোচনা শেষে ফুটবলারদের বেতন কাঠামো চূড়ান্ত করবে।

এ সম্পর্কিত আরও খবর