ধাওয়ানের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 23:00:26

একই সময়ে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। টেস্ট সিরিজ খেলতে বিরাট কোহলির নেতৃত্বে সিনিয়র দল থাকবে ইংল্যান্ডে। আর শ্রীলঙ্কা সফরে যাবে ভারতের দ্বিতীয় সারির দল। 

শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শিখর ধাওয়ানের নেতৃত্বে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বাঁ-হাতি ওপেনার ধাওয়ান এই প্রথম নিজের দেশকে নেতৃত্ব দেবেন। দলে শিখর ধাওয়ানের সহ-অধিনায়ক হিসেবে রয়েছেন ভুবনেশ্বর কুমার।

হার্দিক পান্ডিয়া, মনিশ পান্ডে, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চেহেল, দিপক চাহারদের মতো পরিচিত মুখও জায়গা করে নিয়েছে ২০ জনের স্কোয়াডে। 

আর প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন দেবদূত পাডিক্কাল, রুতুরাজ গয়কোয়াড, নিতিশ রানা, কৃষ্ণাপ্পা গৌতম ও চেতন সাকারিয়া। 

ভারত দল: শিখর ধাওয়ান (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ-অধিনায়ক), পৃথ্বি শ, দেবদূত পাডিক্কাল, রুতুরাজ গয়কোয়াড, সূর্যকুমার যাদব, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, নিতিশ রানা, ইশান কিষান, সাঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চেহেল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গৌতম, ক্রুনাল পান্ডিয়া, কুলদিপ যাদব, বরুণ চক্রবর্তী, দিপক চাহার, নবদিপ সাইনি ও চেতন সাকারিয়া।

এ সম্পর্কিত আরও খবর