ওমান ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন তপু বর্মণ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 04:30:28

হলুদ কার্ডের নিষেধাজ্ঞা থাকায় মঙ্গলবার, ১৫ জুন ওমানের বিপক্ষে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। তার বদলে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের নেতৃত্ব দিবেন ডিফেন্ডার তপু বর্মণ। জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে তিনি বলেন, ‘কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে আমরা তপুর হাতে আর্মব্যান্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি’। 

এই প্রথম জাতীয় দলের অধিনায়কত্ব পেলেন তপু বর্মণ। ঘরোয়া ফুটবলে অবশ্য তিনি নেতৃত্ব দিচ্ছেন আগে থেকেই। ক্লাব বসুন্ধরা কিংসের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে স্বস্তির ড্র এসেছিল দেশের হয়ে ৩৫টি ম্যাচ খেলা তপুর গোলেই। এর আগে আরও তিনটি গোল করেন তিনি। 

নতুন অধিনায়ক তপু আজ সোমবার, ১৪ জুন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় কোচ জেমির সঙ্গে সংবাদ সম্মেলনে হাজির হবেন। ১৫ জুন, মঙ্গলবার রাত ১১টায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর