মুশফিকের জয় বাংলাদেশের জয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 15:18:37

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি'র মাস সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের হাসান আলি ও শ্রীলঙ্কা প্রবীণ জয়াবিক্রমকে হারিয়ে মে মাসের সেরা খেলোয়াড় হয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। 

নিজের পুরস্কার প্রাপ্তিকে দেশের জয় হিসেবেই দেখছেন মুশফিক। পুরস্কার প্রাপ্তির কৃতজ্ঞতা জানিয়ে ১৪ জুন, সোমবার এক ভিডিও বার্তায় সাবেক এ টাইগার ক্যাপ্টেন বলেন, ‘ধন্যবাদ সবাইকে। বিশেষ করে আইসিসি'কে। মে মাসের সেরা ক্রিকেটার বাছাইয়ে সুযোগ দেওয়ার জন্য এবং আমাকে নির্বাচিত করার জন্য। তার চাইতেও বড় ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে ভোট দিয়েছেন। আমি মনে করি এটা শুধু আমাকে নয়, বাংলাদেশকে আপনারা জিতিয়েছেন।’

বছর জুড়ে দুরন্ত পারফরম্যান্স উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুশফিক বলেন, ‘আমার চেষ্টা থাকবে, শুধু মাস সেরা ক্রিকেটার হিসেবে নয়, আমার এ পারফরম্যান্স যেন সারাবছর জুড়ে বজায় থাকে। যেন অনেক ভালো ভালো ইনিংস ও ম্যাচ উইনিং ইনিংস উপহার দিতে পারি।’

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮৪, ১২৫ ও ২৮ রান সংগ্রহ করেন মুশফিক। সব মিলিয়ে ২৩৭ রান তুলে হন সিরিজ সেরা। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর