৯৬ বছর পর আমেরিকোর পাশে বসলেন মেসি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 19:55:00

চিলির বিপক্ষে ফ্রি-কিক থেকে দর্শনীয় গোল করেছেন মেসি। কিন্তু দলকে জেতাতে পারেননি। তবে করেছেন রেকর্ড। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার সর্বাধিক ছয়টি আসরে খেলার রেকর্ড গড়ে ছিলেন আমেরিকো তেসোরেইরে। তার এই কীর্তিতে ভাগ বসালেন ভিনগ্রহের ফুটবলার মেসি। ১৯২০ থেকে ১৯২৫ সাল পর্যন্ত ছয় বছরে ছয়টি কোপার আসর খেলেন আমেরিকো। আর ৯৬ বছর পর মেসি নিজের প্রথম ও সর্বশেষ কোপা আমেরিকার মাঝে সময় নিয়েছেন ১৪ বছর।

ফ্রি কিকে গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে গেছেন মেসি। মেসির ফ্রি কিক গোল এখন ৫৭টি। আর রোনালদোর ফ্রি কিক গোল ৫৬টি। জাতীয় দলের হয়ে মেসির গোল এখন ৭৩টি।

মেসির ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৭৪৫। তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন। গোলের সংখ্যায় স্পর্শ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। মেসির সামনে এখন শুধু তিন জন।ক্রিশ্চিয়ানো রোনালদো (৭৭৯), জোসেফ বিকান (৭৫৯) ও পেলে (৭৫৭)।

এ সম্পর্কিত আরও খবর