তাজিকিস্তানকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফিলিস্তিনের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 05:09:38

রোমাঞ্চ ছড়ানো ফাইনালে টাইব্রেকারে বাজিমাত ফিলিস্তিনের। শুক্রবার ছুটির দিনে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দুর্দান্ত ফুটবলের পসরা সাজালেন দুই দলের ফুটবলাররা। শেষ পর্যন্ত তাজিকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালের নির্ধারিত সময়ে ছিল গোলশূন্য ড্র। এরপর অতিরিক্ত সময়েও দেখা মিলেনি গোলের। তারপর টাইব্রেকারেই ভাগ্য নির্ধারিত হল। টুর্নামেন্টের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন ফিলিস্তিন।

উত্তেজনার কোন কমতি ছিল না ফাইনালে। লড়াই ছিল সমানে সমান। বৃষ্টি বাধার পর মাঠে হাজির দর্শকরাও প্রাণভরে উপভোগ করেছেন দৃষ্টিনন্দন ফুটবল। যেখানে নির্ধারিত ৯০ মিনিট এরপর অতিরিক্ত ৩০ মিনিট দেখে মিলেনি গোলের। ১২০ মিনিট পর টাইব্রেকারের সমাধান হল।

যদিও ৩৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাজিকদের অধিনায়ক ফাতখুল্লো ফাতখুল্লোভ। তারপরও দশজনের দলের সঙ্গে নির্ধারিত সময়ে গোল পায়নি ফিলিস্তিন। তবে স্পট কিকে গোলকিপারের দুর্দান্ত নৈপুন্যে ঠিকই হাসিমুখে মাঠ ছাড়ে তারা। ৬ জাতির এই বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে তারা।

টাইব্রেকারে তাজিক ফুটবলার তুরসুনভ কমরোন আর তাবরেজি দাভলাতমিরের শট আটকে দেন ফিলিস্তিনের গোলকিপার রামি হামাদা। জয়ের নায়ক তিনিই।

উত্তেজনায় ঠাসা ফাইনাল শেষে চ্যাম্পিয়ন তাজিকিস্তান দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রুদ্ধশ্বাস ছড়ানো ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল দুই দল। কিন্তু বারবারই গোল সোনার হরিণ হয়েই থেকেছে। ২৩তম মিনিটে গোল পেতেই পারতো ফিলিস্তিন। কিন্তু হেলাল মুসার শট তাজিক গোলকিপার দারুণ দক্ষতায় আটকে দেন।

খেলার ৩৪তম মিনিটে এসে দশজনের দল হয়ে যায় তাজিকিস্তান। মেজাজ হারিয়ে তার খেসারত দেন ফাতখুল্লো ফাতখুল্লোভ। প্রতিপক্ষের ফুটবলার সামেহ মারাবাহকে ঘুষি দিয়ে লালকার্ড দেখেন তিনি। এরপর মনে হচ্ছিল পিছিয়ে পড়বে তাজিকরা।

কিন্তু আক্রমণাত্মক ফুটবল থেকে সরে যায়নি তারা। ৭৬তম মিনিটে দুর্ভাগ্য, নাজারভ আখতামের শট পোস্টে লেগে ফিরে আসে। এরপরই রাসুলভ বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় তাদের। অন্যদিকে শিরোপা জয়ের আনন্দে মাতে ফিলিস্তিনের ফুটবলাররা।

চ্যাম্পিয়ন ফিলিস্তিন শিরোপার সঙ্গে পেয়েছে ৫০ হাজার ডলার। রানার্স-আপ তাজিকিস্তান ট্রফি ও ২৫ হাজার ডলার প্রাইজমানি পেয়েছে। ফাইনালের ম্যাচসেরা ফুটবলার ফিলিস্তিনের গোলরক্ষক রামি হামাদা। গোল্ডেন বুট পেয়েছেন তাজিকিস্তানের তুরসোনোভ কোমরন। ফিলিস্তিনের অধিনায়ক আব্দুল্লাতিফ আলবাহাদারি সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন। 

ফেয়ার প্লে অ্যাওয়ার্ডের সঙ্গে বাংলাদেশের বিপলু আহমেদ জিতেছেন সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার।

এ সম্পর্কিত আরও খবর