রোনালদোর জন্য কোকাকোলার ক্ষতি ৩৪ হাজার কোটি টাকা!

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 09:37:28

হাঙ্গেরির বিপক্ষে ম্যাচের আগে ক্রিশ্চিয়ানো রোনালদো এসেছিলেন সংবাদ সম্মেলনে। ডেস্কে তার সামনে দুটি কোকাকোলার বোতল রাখা ছিল। রোনালদো কোকের বোতল দুটি সরিয়ে দিয়ে হাতে তুলে নেন পানির বোতল। বুঝিয়ে দেন পানিই ভালো।

রোনালদোর এ কাণ্ডে শেয়ারবাজারে কোকাকোলার দাম কমে গেছে ৪০ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৩৪ হাজার কোটি টাকা! 

এ ঘটনার আগে ইউরোপের শেয়ারবাজারে কোকাকোলার বাজার দর ছিল ৫৬.১০ ডলার। পরে রোনালদোর কাণ্ডে তা নেমে আসে ৫৫.২২ ডলারে। শেয়ার বাজারে ১.৬ শতাংশ দাম হারিয়ে ফেলেছে কোমল পানীয় কোম্পানিটি। প্রতিষ্ঠানটির মূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার থেকে কমে দাঁড়িয়েছে ২৩ হাজার ৮০০ কোটি ডলারে।

ইউরোর অফিসিয়াল স্পনসর কোকাকোলার সন্দেহ পেপসির সঙ্গে ষড়যন্ত্র করে তাদের ক্ষতিটা করেছেন রোনালদো। যদিও পেপসির ব্যান্ড অ্যাম্বাসেডর হলেন লিওনেল মেসি। রোনালদো নন। 

এ সম্পর্কিত আরও খবর