না ফেরার দেশে মিলখা সিং

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 02:36:17

অনেক দিন ধরেই করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে যাচ্ছিলেন মিলখা সিং। কিন্তু লড়াইটা আর চালিয়ে যেতে পারলেন না এ লিজেন্ড স্প্রিন্টার। ৯১ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন কমনওয়েলথ ও এশিয়ান গেমসে স্বর্ণজয়ী ভারতীয় এ অ্যাথলিট। 

২০ মে 'দ্য ফ্লাইং শিখ’ মিলখা সস্ত্রীক করোনায় পজিটিভ হন। এর পর থেকে স্ত্রী নির্মলা কর ও তিনি মোহালির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। 

৩০ মে হাসপাতাল থেকে ছাড়া পান মিলখা। কিন্তু তার স্ত্রী গত সপ্তাহে সবাইকে ছেড়ে চলে যান পরলোকে।

হাসপাতাল থেকে ঘরে ফিরেও স্বস্তিতে মিলছিল না মিলখার। করোনায় নেগেটিভ হলেও অক্সিজেন লেভেল বাড়ছিল না। ঠিক এ কারণেই শেষমেশ মৃত্যুর কোলে ঢলে পড়েন। এমনটিই জানিয়েছেন মিলখার ছেলে জিভ মিলখা সিং।

শুক্রবার, ১৮ জুন রাতে মিলখা সিং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছেলে জিভ মিলখার সঙ্গে তিন মেয়ে মোনা সিং, আলিজা গ্রোভার ও সোনিয়াকে রেখে গেছেন তিনি।

১৯৫৮ কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে মিলখা হারিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ট্র্যাক এন্ড ফিল্ড তারকা ম্যালকম স্পেনসকে। ৪০০ মিটার দৌড় করতে সময় নিয়েছিলেন তিনি মাত্র ৪৬.৬ সেকেন্ড!

১৯৫৮ এশিয়ান গেমসে ২০০ আর ৪০০ মিটারে চ্যাম্পিয়ন মিলখা পরের এশিয়ান গেমসেও জেতেন দুটি স্বর্ণপদক।

এ সম্পর্কিত আরও খবর