করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মিলখা সিং

, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 16:18:32

করোনাভাইরাসে সংক্রান্ত জটিলতায় মারা গেছেন ভারতের প্রখ্যাত অ্যাথলেট মিলখা সিং।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মিলখা সিং মে মাসে করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর চণ্ডীগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯১ বছর বয়সী এই কিংবদন্তী দৌড়বিদের মৃত্যু হয়। 

দ্যা ফ্লাইয়িং শিখ উপাধি পাওয়া মিলখা সিং চারবার এশিয়ান গোল্ড মেডেল বিজয়ী হয়েছিলেন। তিনি ১৯৬০ সালে অলিম্পিকে চারশ মিটার দৌড়ে চতুর্থ হয়েছিলেন। আন্তর্জাতিক অ্যাথলেট চ্যাম্পিয়নশিপে তিনি পাঁচবার স্বর্ণপদক লাভ করেন।

ভাগ মিলখা ভাগ সিনেমার ফারহান আখতার ও মিলখা সিং

মিলখা সিং-এর জীবনী নিয়ে বলিউডে ‘ভাগ মিলখা ভাগ’ নামে সিনেমা তৈরি হয়। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ফারহান আখতার। এই সিনেমায় অভিনয়ের জন্য ফারহান আখতার জাতীয় পুরস্কার পান।

মিলখা সিং বৃটিশ ভারতের মুলতান প্রদেশে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের সময় তার বাবা মাকে হত্যা করা হয়। পরে তিনি ভারতে চলে আসেন। এক পর্যায়ে ভারতের সেনাবাহিনীতে চাকরি করেন।

এ সম্পর্কিত আরও খবর