বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল নিউজিল্যান্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 06:03:35

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।ফাইনালে প্রতিপক্ষ ক্যাপ্টেন বিরাট কোহলির ভারতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসনের দল। এবারই প্রথম মাঠে গড়াল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হলো নিউজিল্যান্ড।

২০১৯ সালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ওয়ানডে বিশ্বকাপ হাতছাড়া করেছিল কিউইরা। সেই ইংল্যান্ডের মাটিতেই নিজেদের প্রথম বৈশ্বিক শিরোপা জিতল নিউজিল্যান্ড।

সাউদ্যাম্পটনের রোজ বোলে রোমাঞ্চমাখা শেষ দিনে (রিজার্ভ ডে, ষষ্ঠ দিন) ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় ১৭০ রানে। রিশব পান্থ ৪১ ও ওপেনার রোহিত শর্মা ৩০ রান সংগ্রহ করেন।

টিম সাউদি চার উইকেট শিকার করেন। ট্রেন্ট বোল্ট তিনটি ও কাইল জেমিসন নেন দুটি উইকেট।

বোলারদের নৈপুণ্যে জয়ের জন্য কিউইদের লক্ষ্য দাঁড়ায় ১৩৯ রান। কেন উইলিয়ামসন ও রস টেলরের ব্যাটিং দৃঢ়তায় সহজ লক্ষ্যটা টপকে ১৪০ রানের স্কোর ছুঁয়ে ফেলে ব্ল্যাক ক্যাপস শিবির মাত্র ২ উইকেট হারিয়ে। ৫১* রানের হার না মানা চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস খেলেন উইলিয়ামসন। ৪৩* অপরাজিত থেকে যান টেলর।

ভারতের প্রথম ইনিংসের ২১৭ রানের জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৪৯ রানে।

এ সম্পর্কিত আরও খবর