পিছিয়ে পড়েও জার্মানিকে হারাল ফ্রান্স

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 14:42:53

দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াই বলে কথা! উত্তেজনার পারদ আকাশ স্পর্শ করল। শেষ পর্যন্ত অবশ্য হাসিমুখে মাঠ ছাড়ল বর্তমান চ্যাম্পিয়নরাই। উয়েফা নেশন্স লিগের ম্যাচে জার্মানিকে হারাল ফ্রান্স। এনিয়ে তুলে নিল টানা দ্বিতীয় জয়।

যদিও চারবারের বিশ্বসেরাদের বিপক্ষে মঙ্গলবার রাতে শুরুতে পিছিয়ে পড়েছিল ফরাসিরা। শেষ পর্যন্ত দুর্দান্ত ফুটবলের পসরা সাজিয়ে তুলে নেয় জয়! ‘এ’ লিগের গ্রুপ-১ এর ম্যাচে ২-১ গোলে জিতেছে ফ্রান্স।

এর আগে আলিয়াঞ্জ অ্যারেনায় প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

এবার প্রতিপক্ষের মাঠে অবশ্য শুরুতে লিড নিয়েছিল জার্মানরা। ১৪ মিনিটে পেনাল্টি থেকে টনি ক্রুসের গোল। কিন্তু তারপরের সময়টুকু শুধু অঁতোয়ান গ্রিজমানের। তার জোড়া গোলেই  ছড়িয়ে পড়ে ফরাসি সৌরভ!

প্রথম গোলটা অবশ্য দুর্ভাগ্যবশত হজম করতে হয়েছে ফরাসিদের। বল ছোট ডি বক্সে পল পগবার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজাতে দেরি করেন নি রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করলেন না ক্রুস।

২০ মিনিটের মাথায় অবশ্য আরো এগিয়ে যেতে পারতো জার্মানরা। কিন্তু টিমো ভেরনার প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় আটকে দেন ফ্রান্সের গোল কিপার উগো লরিস। তবে এরপর আর অতিথি দলকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি ফ্রান্স। ৬২তম মিনিটে সমতায় ফিরে তারা। গ্রিজমানের নিখুঁত ফিনিশিংয়ে স্বস্তি ফিরে।

তারপর জয়সূচক গোলটা আসে ৮০তম মিনিটে। ডি-বক্সে ব্লেইস মাতুইদিকে ফাউল করেন জার্মান ডিফেন্ডার মাটস হুমেলস। পেনাল্টি পায় ফ্রান্স। এ সুযোগে গ্রিজমানের আরেকটি গোল। ফ্রান্সের হয়ে এই অভিজ্ঞ তারকা তুলে নেন নিজের ২৬তম গোল। উয়েফা নেশন্স লিগে আগের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ০-৩ গোলে হেরেছিল জার্মানি। অবশ্য ফ্রান্স ২-১ গোলে হারায় ডাচদের।

এ অবস্থায় তিন ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ফ্রান্স। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে  নেদারল্যান্ডস। ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মানি।

এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে উরুগুয়েকে চমকে দিয়েছে জাপান। নিজেদের মাঠে শক্তিশালী প্রতিপক্ষকে ৪-৩ গোলে হারিয়েছে তারা। অারেক ম্যাচে বেলজিয়াম আটকে (১-১) দিয়েছে নেদারল্যান্ডসকে।

এ সম্পর্কিত আরও খবর