ব্যাটে-বলে তৃতীয় দিন রাঙালেন সৌম্য সরকার

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 00:34:53

 

লিডের লড়াইয়ে এগিয়ে গেল রংপুর। ব্যস পুরো দিনে সাফল্য বলতে গেলে তাদের শুধু ওটুকুই। কিন্তু তৃতীয়দিনের বাকিটা সময় যেন ব্যাটে-বলে শারদীয় উৎসবের রংয়ে রাঙালেন খুলনার সৌম্য সরকার। প্রথমে বল হাতে শিকার করলেন ৫ উইকেট। তারপর ব্যাটিংয়ে নেমে ১১৪ বলে ৭১ রানের ক্লাসিক ইনিংস। প্রথম ইনিংসেও এমন পেটমোটা হাফসেঞ্চুরি এসেছিল সৌম্য সরকারের ব্যাট থেকে। তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে খুলনার যোগাড় ৫ উইকেটে ১৮১ রান। ম্যাচে তারা এগিয়ে ১৭০ রানে। শেষদিনের সকালে সঞ্চয় আরেকটু সমৃদ্ধ করে রংপুরকে শেষ ইনিংসে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছে খুলনা। সেই চ্যালেঞ্জ জানানোর ফাঁকে তুষার ইমরান তার আরেকটি সেঞ্চুরি পেয়েও যেতে পারেন। অপরাজিত ৬৩ রান নিয়ে খেলছেন দারুণ ফর্মে থাকা খুলনার এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

রংপুরের ৩১৫ রানের প্রথম ইনিংসে সর্বোচ্চ রান আসে তানভীর হায়দারের ব্যাটে। সোরওয়ার্দি শুভ আগের দিনের সঞ্চয়ের সঙ্গে মাত্র এক রান যোগ করে ফিরে আসেন। কিন্তু একপ্রান্ত আঁকড়ে ধরে তানভীর হায়দার শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসের লিডের জন্য রংপুর বিভাগ মুলত কৃতজ্ঞ ব্যাটসম্যান তানভীর হায়দারের কাছে।

সংক্ষিপ্ত স্কোর: (৩য় দিন শেষে) খুলনা ১ম ইনি: ৩০৪/১০ (৯৪.১ ওভারে, এনামুল ৫৬, সৌম্য ৭৬, জিয়াউর ৫৩, মেহেদি হাসান ৩৭, সাজেদুল ৬/৮১)। রংপুর ১ম ইনি: ৩১৫/১০ (১১৪ ওভারে, জাভেদ ৬৪, মেহেদি মারুফ ৩০, সোরওয়ার্দি শুভ ৪৮, তানভীর হায়দার ৬৭*, সাজেদুল ইসলাম ২৯, আল আমিন হোসেন ৪/৬৭, সৌম্য ৫/৬১)। খুলনা ২য় ইনি: ১৮১/৫ (৪৮.৪ ওভারে, সৌম্য ৭১, তুষার ইমরান ৬৩*, মাহমুদুল হাসান ২/১৮)

এ সম্পর্কিত আরও খবর