তাসামুলের সেঞ্চুরি কিন্তু লিড ঢাকা মেট্রোর

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 21:10:58

 

প্রথম ইনিংসে বড় লিড তো পেলই ঢাকা মেট্রোপলিশ। এখন তাদের চোখে স্বপ্ন ম্যাচ জয়ের। ম্যাচের বাকি আর একদিন। ২৪২ রানের বড় পুঁজির জোগাড় হয়ে গেছে তাদের। হাতে থাকা বাকি ৪ উইকেটে শেষদিনের সকালে টি-টুয়েন্টি স্টাইলে ব্যাট চালিয়ে এই সঞ্চয় তিনশর ঘরে নিয়ে চট্টগ্রামকে শেষ ইনিংসে চ্যালেঞ্জ জানাবে ঢাকা মেট্রোপলিশ।

চট্টগ্রামের প্রথম ইনিংসে ২৩৬ রানের বলার মতো ব্যাটিং করলেন কেবল একজনই-তাসামুল হক। ১৮৫ বলে ১১৬ রানের ঝলমলো ইনিংসে হাসলো তার ব্যাট। ১৩ বাউন্ডারি ও ২ ছক্কায় তাসামুলের এই ১১৬ রানের সেঞ্চুরির পর চট্টগ্রামের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ৩৪ রানের; মমিনুলের।

প্রথম ইনিংসে ৫১ রানের লিড পেয়ে ঢাকা মেট্রোপলিশ দ্বিতীয় ইনিংসে দ্রুতগতিতে রান তোলার চেষ্টা চালায়। সেই চেষ্টায় তারা সফলও হয়। ৭০ ওভারে ৬ উইকেটে ১৯১ রান তুলে তৃতীয়দিন শেষ করে ঢাকা। প্রথম ইনিংসে ব্যর্থ ওপেনার সাদমান ৮৮ বলে ৬২ রান করেন। মিডলঅর্ডারে সৈকত আলীর ব্যাট থেকে আসে ৪০ রান।

সংক্ষিপ্ত স্কোর: (৩য় দিন শেষে)। ঢাকা মেট্রোপলিশ ১ম ইনি: ২৮৭/১০ (১০৪.৫ ওভারে, সাদমান ৩৬, মোহাম্মদ নাইম ৯, শামসুর রহমান ৫১, আশরাফুল ০, মেহরাব ০, সৈকত আলী ১০, জাবিদ ৯০, শরীফুল্লাহ ৪৫, তাসকিন ২০*, নাইম হাসান ৩/৭৪, হাসান মাহমুদ ২/৭৩, শাখাওয়াত ২/৩৬)। চট্টগ্রাম বিভাগ ১ম ইনি: ২৩৬/১০ (৯২ ওভারে, মমিনুল ৩৪, তাসামুল হক ১১৬, মেহেদি হাসান রানা ২৬, তাসকিন ৫/৬৭)। ঢাকা মেট্রোপলিশ ২য় ইনি: ১৯১/৪ (৭০ ওভারে, সাদমান ৬২, আশরাফুল ২৩, সৈকত ৪০, শামসুর রহমান ৩১*, নাইম হাসান ৫/৯৯)।

এ সম্পর্কিত আরও খবর