বরিশালে একদিনে ১৯ উইকেটের পতন!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-25 03:15:26

 

মাঠ বৃষ্টিতে ভেজা থাকায় ম্যাচের প্রথম দুইদিন কোন খেলাই হয়নি। তৃতীয়দিন ম্যাচ মাঠে গড়ালো। আর ততক্ষনে কাভারে ঢাকা থাকা উইকেট পুরোপুরি যেন মাইনফিল্ড! সেই বারুদের তাপেই পুড়ে গেল বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে উভয় দলের প্রথম ইনিংস! প্রথমদিনেই ১৯ উইকেটের পতন। স্কোরবোর্ডে উভয় দলের সঞ্চয়ের যোগফল মাত্র ২৫৮ রান!

বৃষ্টিস্নাত উইকেটে টসে জিতে রাজশাহী বিভাগ বোলিং বেছে নেয়। ফরহাদ রেজা ও মুক্তার আলীর পেস বোলিংয়ের সামনে উড়ে যায় বরিশালের প্রথম ইনিংস। গুটিয়ে যায় তারা মাত্র ১৩৩ রানে। ৪৮ ওভারেই শেষ বরিশাল বিভাগের প্রথম ইনিংস। অর্থাৎ চা বিরতির আগেই তাদের ইনিংস শেষ। দুই পেসারের সঙ্গে স্পিনার তাইজুল ইসলামও আক্রমণে ফিনিশিং টানেন দক্ষতার সঙ্গে।

তবে বরিশালকে ১৩৩ রানে আটকে রেখে রাজশাহী বেশিক্ষণ সুখের হাসি হাসতে পারেনি। জবাবে ইনিংসে ব্যাট করতে নেমে খাবি খায় রাজশাহীর ব্যাটসম্যানরাও। বোলারদের স্বর্গে পরিণত হওয়া বরিশাল বিভাগীয় স্টেডিয়ামের উইকেটে ব্যাটসম্যানদের অসহায়ত্ব ফুটে উঠে। ৮৫ রানে ৯ উইকেট হারায় বরিশাল। শেষের উইকেটে মুক্তার আলী ও আব্দুর গাফফার কিছুটা প্রতিরোধ গড়ে তোলায় কোনমতে দিনটা পার করে রাজশাহী এক উইকেট অক্ষত রেখে। ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে রাজশাহীর যোগাড় মাত্র ১২৫। লো- স্কোরের প্রথম ইনিংস চতুর্থ এবং শেষদিনের জন্য আরও বড় কোন রোমাঞ্চ জমা রেখেছে কিনা কে জানে?

সংক্ষিপ্ত স্কোর: ( তৃতীয়দিন শেষে) বরিশাল বিভাগ ১ম ইনি: ১৩৩/১০ (৪৬ ওভারে, শাহরিয়ার নাফীস ১৬, আল আমিন ৩১, নুরুজ্জামান ৩৮, ফরহাদ রেজা ৪/৩০, মুক্তার আলী ২/৩১, তাইজুল ২/৪২)।

রাজশাহী ১ম ইনি: ১২৫/৯ (৩৮ ওভারে, সাব্বির রহমান ৩১, মুক্তার আলী ৩৫*, গাফফার ৫*, সোহাগ গাজী ৩/১৯. কামরুল ইসলাম রাব্বী ২/৪৫, তানভীর ২/৩৮, মনির হোসেন ২/১৫)।

এ সম্পর্কিত আরও খবর