বরিশালে ড্র ম্যাচে শাহরিয়ার নাফীসের সেঞ্চুরি

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-21 05:44:32

ম্যাচটা ড্র যে হচ্ছে তাতে উভয়পক্ষের কোন সন্দেহ ছিল না। লক্ষ্য ছিল একটাই-প্রথম ইনিংসে লিড নেয়া। সেই লিডের লড়াইয়ে রাজশাহী ঠিকই জিতে গেল! ১১ নম্বর ব্যাটসম্যান আব্দুল গাফফারকে নিয়ে শেষ উইকেটে মুক্তার আলী যে প্রতিরোধ গড়লেন তাতেই প্রথম ইনিংসে লিড পেয়ে গেল রাজশাহী। আর সেই লিডের কারনেই ড্র ম্যাচে বাড়তি কিছু পয়েন্ট তুলে ওয়ালটন জাতীয় লিগের তৃতীয় রাউন্ড শেষে সর্বোচ্চ ১২.৮৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল রাজশাহী বিভাগ।

মুক্তার আলী শেষ উইকেটে গাফফারকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন! মুক্তার আলী ৭০ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন। ২৯ বল খেলে ৭ রান নিয়ে গাফফার দারুণ সমর্থন দিয়ে যান মুক্তার আলীকে। ১৫৫ রানে থামে রাজশাহীর প্রথম ইনিংস।

প্রথম ইনিংসের লিডের লড়াইয়ে পিছিয়ে পড়া বরিশাল দ্বিতীয় ইনিংসের শুরুতে ওপেনার রাফসান আল মাহমুদকে হারায়। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে শাহরিয়ার নাফীস ও শামসুল ইসলামের ব্যাটে চড়ে বরিশাল এগিয়ে চলে। শামসুল ৬২ রান করে আউট হন। শাহরিয়ার নাফীস চলতি ওয়ালটন জাতীয় লিগে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পান। প্রথম দুই রাউন্ডে মুড়ি মুড়কির মতো সেঞ্চুরির দেখা মিললেও শাহরিয়ার নাফীসের ব্যাট ছিল নিস্প্রভ। সেই তিনি সেঞ্চুরির দুঃখ ভুললেন তৃতীয় রাউন্ডে। ৭৫ ওভারে ৭ উইকেটে বরিশাল ২২৯ রান তুলতেই ঘড়িতে দিনের খেলা শেষের সময় চলে আসে।
ড্র ম্যাচে বরিশালের সন্তুুষ্ঠি শাহরিয়ার নাফীসের সেঞ্চুরি।

সংক্ষিপ্ত স্কোর: বরিশাল বিভাগ ১ম ইনি: ১৩৩/১০ (৪৬ ওভারে, শাহরিয়ার নাফীস ১৬, আল আমিন ৩১, নুরুজ্জামান ৩৮, ফরহাদ রেজা ৪/৩০, মুক্তার আলী ২/৩১, তাইজুল ২/৪২)। রাজশাহী ১ম ইনি: ১৫৫/১০ (৪৩.৪ ওভারে, সাব্বির রহমান ৩১, মুক্তার আলী ৫৯*, গাফফার ৭, সোহাগ গাজী ৩/৪১. কামরুল ইসলাম রাব্বী ২/৪৫, তানভীর ৩/৪২, মনির হোসেন ২/১৫)। বরিশাল ২য় ইনি: ২২৯/৭ (৭৫ ওভারে, শাহরিয়ার নাফীস ১০২, শামসুল ৬২, তাইজুল ৩/৫৫, সাব্বির ৩/১৯)। ফল: ম্যাচ ড্র।

এ সম্পর্কিত আরও খবর