বগুড়ার ড্র ম্যাচে নাঈম হাসানের ৯ উইকেট

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 08:05:59

চতুর্থদিনের সকালে ২০ ওভার ব্যাটিং করে ৬৩ রান যোগ করে ইনিংস ঘোষণা করে দেয় ঢাকা মেট্রো। স্কোরবোর্ডে তাদের রান তখন ৭ উইকেটে ২৫৪ রান। ম্যাচ জিততে চট্টগ্রাম বিভাগের সামনে ৩০৪ রানের টার্গেট দাড় করায় ঢাকা মেট্রো। বগুড়ার উইকেটে দিনের বাকি ৭০ ওভারে এই রান তাড়ার ঝুঁকি নেয়নি চট্টগ্রাম। ৫৪ ওভারে ৩ উইকেটে ১৫৫ রান তুলতেই উভয় দলের অধিনায়ক মেনে নেন-এই ম্যাচে কেউ জিতবে না। নির্ধারিত সময়ের ১৬ ওভার আগেই দিনের খেলার ইতি টানেন আম্পায়ার।

ড্র এই ম্যাচে সকালে ঢাকা মেট্রোর শামসুর রহমান ৯৭ বলে ৫২ রান করেন। আগের দিন ৩১ রান নিয়ে অপরাজিত ছিলেন শামসুর। শেষের দিকে শরীফুল্লাহ দ্বিতীয় ইনিংসেও পুরোপুরি ব্যাটসম্যানের ভূমিকা পালন করেন। প্রথম ইনিংসে ৪৫ রান করা শরীফুল্লাহ শেষদিনের সকালে ১ ছক্কা ও ১ বাউন্ডারিতে ৬৭ বলে ৩১ রান করেন। নাঈম হাসান ৬ উইকেট নিয়ে এই ইনিংসেও দারুণ বোলিং পারফরমেন্স দেখান।

বিকালে রান তাড়ায় নামা চট্টগ্রামের ব্যাটসম্যানদের মধ্যে শুধু উজ্জ্বল্যে ছড়ায় শুধু পিনাক ঘোষের ব্যাট। ১৬৪ বলে অপরাজিত ৫৯ রান করেন চট্টগ্রামের এই ওপেনার। ম্যাচে ৯ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন অফস্পিনার নাঈম হাসান।


সংক্ষিপ্ত স্কোর: ঢাকা মেট্রোপলিশ ১ম ইনি: ২৮৭/১০ (১০৪.৫ ওভারে, সাদমান ৩৬, মোহাম্মদ নাইম ৯, শামসুর রহমান ৫১, আশরাফুল ০, মেহরাব ০, সৈকত আলী ১০, জাবিদ ৯০, শরীফুল্লাহ ৪৫, তাসকিন ২০*, নাইম হাসান ৩/৭৪, হাসান মাহমুদ ২/৭৩, শাখাওয়াত ২/৩৬)। চট্টগ্রাম বিভাগ ১ম ইনি: ২৩৬/১০ (৯২ ওভারে, মমিনুল ৩৪, তাসামুল হক ১১৬, মেহেদি হাসান রানা ২৬, তাসকিন ৫/৬৭)। ঢাকা মেট্রোপলিশ ২য় ইনি: ২৫৪/৭ ডিক্লে, (৯০ ওভারে, সাদমান ৬২, আশরাফুল ২৩, সৈকত ৪০, শামসুর রহমান ৫২, শরীফুল্লাহ ৩১, নাইম হাসান ৬/১১৯)। চট্টগ্রাম ২য় ইনি: ১৫৯/৩ (৫৪ ওভারে, পিনাক ঘোষ ৫৯, মমিনুল ৩২, আরাফাত ২/৭৭)। ফল: ম্যাচ ড্র। ম্যাচ সেরা: নাঈম হাসান।

এ সম্পর্কিত আরও খবর