সাঁতারে জাপানের প্রথম স্বর্ণ ওহাশির

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 06:39:08

টোকিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে স্বর্ণপদক জিতেছেন স্বাগতিক জাপানের সাঁতারু ইউই ওহাশি।

রিও অলিম্পিকে এই ইভেন্টে ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড ও অলিম্পিকের রেকর্ড গড়া কাতিনকা হোসসু এবার হয়েছেন পঞ্চম।

টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে রোববার ৪ মিনিট ৩২.০৮ সেকেন্ডের টাইমিংয়ে ইভেন্টটিতে চ্যাম্পিয়নের হাসি হেসেছেন ওহাশি। ২৫ বছরের এ সাঁতারুর কল্যাণেই জাপান চলতি আসরে সুইমিং থেকে প্রথম পদক পেয়েছে।

ওহাশির চেয়ে ৬৮ সেকেন্ড বেশি সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের এমা উয়াইয়ান্ট। তার স্বদেশী হালি ফ্লিকিঞ্জার পেয়েছেন ব্রোঞ্জ। তার টাইমিং ৪ মিনিট ৩৪.৯০ সেকেন্ড। 

এ সম্পর্কিত আরও খবর