ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 04:33:53

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোস থেকে চার্টার্ড বিমানে চেপে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন মিচেল স্টার্ক ও ম্যাথু ওয়েডরা। বিমানবন্দর থেকে সোজা টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলেগেছে অতিথি ক্রিকেটাররা। 

তিন দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনের সুযোগ পাবে অস্ট্রেলিয়ান টিম। তার আগে অবশ্য দুই দফায় করোনা টেস্টে উত্তীর্ণ হতে হবে তাদের।

আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ । প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।

অস্ট্রেলিয়া দল: অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স কেয়ারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জশ হেইজেলউড, মোইজেস হেনরিকেস, মিচল মার্শ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জ্যাম্পা।

সফরসঙ্গী রিজার্ভ: নাথান এলিস, তানভির সাঙ্ঘা।

এ সম্পর্কিত আরও খবর