সার্জারি করাতেই হবে ম্যারাডোনাকে

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 20:34:09

বেশ বিপাকেই পড়েছেন ডিয়েগো ম্যারাডোনা। পায়ের তরুণাস্থি ক্ষয় হয়ে গেছে ডিয়েগো তার। ২০০৪ সাল থেকে অস্টিওআথ্রাইটিসে (হাড়ের গাঁটের বাত) ভুগছেন কিংবদন্তি এই ফুটবল তারকা। কিন্তু কখনো ব্যাপারটিকে গুরুত্ব দেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী সাবেক এ ফুটবলার। এখন সুস্থ হতে অস্ত্রোপচারের কোচ বিকল্প নেই বলে জানিয়েছেন ম্যারাডোনার চিকিৎসক হারম্যান ওচোয়া।

বর্তমানে মেক্সিকান ক্লাব দোরাদোস দে সিনালার কোচের দায়িত্বে রয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। গত সপ্তাহে ক্লাবটির অনুশীলনের পর মাঠ ছাড়ার সময় হাঁটতে ভীষণ সমস্যায় পড়েন ম্যারাডোনা। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পরই মুখ খুললেন ওচোয়া। তিনি বলেন, ‘ডিয়েগো (ম্যারাডোনা) দুই হাঁটুতেই তীব্র গেঁটে বাতে ভুগছেন। দুই হাঁটুরই তরুণাস্থি ক্ষয়ে গেছে। হাঁটুর দুটি হাড়ে ঘষা লাগছে—ফেমারের সঙ্গে টিবিয়া ও ফেবুলা। এটা গুরুতর সমস্যা। প্রচণ্ড ব্যথা অনুভব করছেন তিনি। আর এ অবস্থায় হাঁটা ভীষণ কষ্টের।’

সার্জারি ছাড়াও ব্যথা কমানো যাবে ম্যারাডোনার। কিন্তু সেটা স্থায়ী কোন সমাধান হবে না। তাই লম্বা ক্যারিয়ারের কথা চিন্তা করলে পায়ে অস্ত্রোপচারের বিকল্প নেই সাবেক এ আর্জেন্টাইনের। এমনটাই মনে করেন ওচোয়া। জানাচ্ছিলেন ‘ম্যারাডোনা নিজেও জানেন সমাধান হলো অস্ত্রোপচার। হাঁটুতে কৃত্রিম তরুণাস্থি বসাতে হবে। তা না হলে অবস্থা আরও খারাপের দিকে যাবে। এটি থামানো সম্ভব না। এ কারণে তাঁর একটি নকল পা প্রয়োজন।’

ম্যারাডোনাকে নিয়ে বড় কোন দুশ্চিন্তা নেই। ওচোয়া জানালেন, ‘সেরকম কোনো ঝুঁকি নেই। প্রযুক্তি এখন অনেক উন্নত। অস্ত্রোপচার করানোই হবে বিচক্ষণের কাজ। তবে ডিয়েগোকে এই মুহূর্তে হাঁটাচলার ব্যাপারে সাবধান হতে হবে।’

এ সম্পর্কিত আরও খবর