গোল খরার রেকর্ড গড়ল অচেনা রিয়াল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-17 05:07:11

এই রিয়াল মাদ্রিদকে ঠিক চেনা যাচ্ছে না! আগের মৌসুমে যেখানে প্রবল দাপটে মাঠে সেই চেনা ফুটবলের পসরা সাজিয়েছিল, এবার সেখানে শুধুই ব্যর্থতার মিছিল। শনিবার স্প্যানিশ লা লিগায় হার দেখেছে রিয়াল। লেভেন্তের বিপক্ষে ম্যাচেই নিজেদের ইতিহাসে দীর্ঘ সময় গোল খরায় থাকার অপ্রত্যাশিত রেকর্ড গড়েছে সান্টিয়াগো বার্নাব্যুর এই ক্লাব।

এ দিন রিয়াল ১-২ গোলে হেরেছে লেভেন্তের কাছে। এ ম্যাচেই ৪৮২ মিনিট গোল না পাওয়ার তিক্ত রেকর্ড গড়ে জায়ান্ট ক্লাবটি।

ম্যাচের শুরুতেই ০-২ গোলে পিছিয়ে পড়ার মাশুল গুনেছে তারা। ৭২তম মিনিটে একটি গোল মার্সেলো গোল না করলে রেকর্ডটা আরো বড় হতো। এদিন ম্যাচে ৫৬ মিনিট হতেই সেই অনাকাংখিত রেকর্ডটা হয়ে যায়। এর আগে ৪৬৪ মিনিট না নাওয়ার হতাশার রেকর্ডে পুঁড়ে রিয়াল।

এর আগে ৪৬৪ মিনিট ধরে গোল না পাওয়ার আগের রেকর্ডটি হয় ১৯৮৫ সালে।

শনিবারের আগে তারা ২২ সেপ্টেম্বর এস্পানিওলের বিপক্ষে জিতে ১-০ গোলে। এরপর গোল খরায় ভুগেছে দল। মনে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভাবটা এখনো পূরণ করতে পারেনি রিয়াল।

এ কারণেই সবশেষ পাঁচ ম্যাচে রিয়ালের এটি টানা তৃতীয় আর মোট চতুর্থ হার।

শনিবার হোসে লুইস মোরালেসের গোলে এগিয়ে যায় লেভেন্তে। এরপর পেনাল্টি থেকে ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রজের মার্তি। আর মার্সেলো ৭২তম মিনিটে গোলে করলে স্বস্তি পায় রিয়াল। যদিও জয় অধরাই ছিল।

এ অবস্থায় লা লিগায় ৯ ম্যাচে চার জয় আর দুই ড্রয়ে রিয়াল মাদ্রিদের অর্জন ১৪ পয়েন্ট। ১৩ পয়েন্ট লেভান্তের।

এ সম্পর্কিত আরও খবর