ফের অস্ট্রেলিয়াকে হারাল টাইগাররা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 16:57:02

দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জয়টা এসেছে ৮ বল হাতে রেখেই।

জয়ের লক্ষ্য ছিল ১২২ রান। শেষ দিকে ম্যাচসেরা আফিফ হোসেনের দাপুটে ব্যাটিংয়ে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ১২৩ রান তুলে ফেলে টাইগাররা।

তবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ২১ রানে দুই টাইগার ওপেনার সৌম্য সরকার (০) ও নাঈম শেখকে (৯) হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। ব্যাটিং ধসের বিপদ থেকে উদ্ধার করতে ব্যাট হাতে দলের হাল ধরার আভাস দিয়ে ছিলেন সাকিব আল হাসান।

তবে বিশ্বসেরা এ অলরাউন্ডার খুব বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ২৬ রানের ইনিংস খেলে অ্যান্ড্রু টাইয়ের বলে বোল্ড হন সাকিব। ব্যাটিং দৃঢ়তার আভাস দিয়ে মেহেদী হাসানও দলের প্রয়োজনে উইকেটে থিতু হতে পারেননি। ২৩ রানের বেশি তুলতে পারেননি মেহেদী। তৃতীয় উইকেট জুটিতে দুজনে মিলে এনে দেন ৩৭ রান।

মেহেদী হাসান ফিরলে দলীয় ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ফের খাদের কিনারায় পৌঁছায় যায় বাংলার দামাল ছেলেরা। ষষ্ঠ উইকেটে ৪০ রানের জুটি গড়ে দলকে টেনে তুলেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান।

৩৭* রানের হার না মানা দাপুটে এক ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন আফিফ। তাকে সঙ্গ দিয়ে ২২* রানে অপরাজিত থেকে যান উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহান।

অস্ট্রেলিয়ার জার্সি গায়ে একটি উইকেট করে নেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা ও অ্যান্ড্রু টাই।

তার আগে জয়ের জন্য বাংলাদেশের সামনে ১২২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি গড়ে সফরকারীরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো ছিল না অস্ট্রেলিয়ার। দলীয় ৩১ রানেই নাই হয়ে যায় সফরকারীদের দুই উইকেট। ১৩ রানে বিদায় নেন ওপেনার অ্যালেক্স কেরি। ব্যক্তিগত ১১ রানে তাকে ফিরিয়ে দিয়ে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান। ১০ রান করা অন্য উদ্বোধনী ব্যাটসম্যান জশ ফিলিপ্পের উইকেট উপড়ে দেন মুস্তাফিজুর রহমান।

দলের বিপদ কাটিয়ে ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন মিচেল মার্শ। বড় ইনিংসের আভাস দিয়েও শেষমেশ পারেননি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ফিফটি ছুঁতে পারেননি ওয়ানডাউনে নামা এ টপ-অর্ডার ব্যাটসম্যান। আগের ম্যাচের সমান ৪৫ রানে সাজঘরের পথ ধরেন তিনি। শরিফুলের বলে উইকেটের পিছনে নুরুল হাসানের গ্লাভসবন্দি হন মার্শ।

দলীয় স্কোরে ৩০ রান যোগ করেই সাকিব আল হাসানের ঘূর্ণি জাদুতে বোল্ড হয়ে ফেরেন ময়েস হেনরিকস। আউট হওয়ার আগে তৃতীয় উইকেট জুটিতে ৫৭ রানের অনবদ্য এক পার্টনারশিপ গড়ে তবেই ফেরেন হেনরিকস। এরপরই ব্যাটিং ধস নামে অস্ট্রেলিয়ান শিবিরে। বাকি ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্ক স্পর্শ করেন কেবল মিচেল স্টার্ক (১৩*)।

তারকা পেসার মুস্তাফিজুর রহমান একাই শিকার করেছেন তিন উইকেট। সঙ্গে দুটি উইকেট থলেতে পুরেন তরুণ ফাস্ট বোলার শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১২১/৭, ২০ ওভার (ফিলিপি ১০, কেয়ারি ১১, মার্শ ৪৫, হেনরিকেস ৩০, স্টার্ক ১৩*; মেহেদি ১/১২, সাকিব ১/২২, মুস্তাফিজ ৩/ ২৩ ও শরিফুল ২/২৭)।

বাংলাদেশ: ১২৩/৫, ১৮.৪ ওভার (সাকিব ২৬, মেহেদী ২৩, আফিফ ৩৭*, সোহান ২২*; স্টার্ক ১/২৮, হ্যাজলউড ১/২১, অ্যাগার ১/১৭, জ্যাম্পা ১/২৪ ও টাই ১/২৭)।

ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।

সিরিজ: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

ম্যাচসেরা: আফিফ হোসেন।

এ সম্পর্কিত আরও খবর