কোহলি-রোহিতের শতরানে দাপুটে জয় ভারতের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 12:07:12

টেস্টের পর ওয়ানডে সিরিজেও একই দৃশ্যপট। ভারতের দাপটের সামনে কোনঠাসা ওয়েস্ট ইন্ডিজ। পাহাড়সম স্কোর করেও ভারতকে আটকানো যাচ্ছেই না। যাবে কি করে? দলে যে আছেন বিরাট কোহলির মতো এক রান মেশিন। সঙ্গে রোহিত শর্মার ব্যাটও কথা বলল। তারই পথ ধরে ৮ উইকেটের অনায়াস জয় পেল ভারত। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে দল এগিয়ে গেল ১-০তে।

রোববার গৌহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান বিরাট কোহলি। সফরকারীরা ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ৩২২ রান। জবাব দিতে নেমে ৪২.১ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারতীয় দল। ৪৭ বল হাতেই রেখেই ম্যাচ জিতে স্বাগতিকরা।

বিরাট কোহলি আরো একবার দেখিয়ে দিলেন তিনি আসলেই এক রান মেশিন। পাহাড় সমান লক্ষ্যের সামনে দাঁড়িয়ে খেলার মোড়টা ঘুরিয়ে দিলেন তিনি। ভারত অধিনায়ককে অবশ্য আটকানোর কৌশল যেন জানা নেই প্রতিপক্ষ বোলারদের। এশিয়া কাপ ক্রিকেটে বিশ্রামে ছিলেন। এরপর ওয়ানডে ক্রিকেটে ফিরেই তুলে নিয়েছেন শতরান। তার টর্নোডে ব্যাটিংয়ের সামনে অসহায় দেখাল ক্যারিবীয় বোলারদের।

গৌহাটির বর্ষাপাড়ার ব্যাটিং সহায়ক নেমেই ঝড় তুলেন কোহলি। মাত্র ৩৫ বলে করেন হাফসেঞ্চুরি। এরপর শতরান করতে খেলেন আরো ৫৩ বল। ১৬ টি বাউন্ডারিতে ৮৮ বলে শতরান। ওয়ানডে ক্রিকেটে এটি বিরাট কোহলির ৩৬ নম্বর শতরান। শেষ পর্যন্ত ১০৭ বলে ১৪০ রানে সাজঘরের পথ ধরেন কোহলি।

বিরাটের সঙ্গে তিন অঙ্কের দেখা পেয়েছেন রোহিত শর্মা। টেস্ট সিরিজে তিনি ছিলেন না। তবে ওয়ানডেতে দলে ফিরেই জবাবটা দিয়ে দিলেন এই ওপেনার। বিরাটের সঙ্গে তার সেঞ্চুরিতেই বড় সংগ্রহটা সহজে টপকে যায় ভারত। রোহিত শেষ পর্যন্ত ১১৭ বলে ১৫২ রানে অপরাজিত ছিলেন। ওয়ানডে ক্যারিয়ারের ২০তম শতরান তুলে নেন রোহিত।

এর আগে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের তেমন একটা পাত্তা দেয়নি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ছুড়ে দেয় কঠিন চ্যালেঞ্জ। শিমরন হেটমায়ারের তুলে নেন অসাধারণ এক শতরান। মনে হচ্ছিল টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ভুলই করেছেন বিরাট কোহলি।

কারণ হেটমায়ারের শুরু থেকেই ছিলেন মারুকটে মেজাজে। মাত্র ৭৪ বলে করেন শতরান৷ অবশ্য তিন অঙ্কের দেখা পেয়ে চটজলদি ফিরে যান তিনি। তার আগে করেন ৭৮ বলে ১০৬ রান। ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় শতরানের দেখা মিলে হেটমায়ারের। বিস্ময়কর হলেও সত্য ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান তার মাত্র ১৩টি ওয়ানডের ক্যারিয়ারে করলেন তিনটি শতরান।

হেটমায়ার ছাড়াও উইন্ডিজের কাইরন পাওয়েল করেন হাফসেঞ্চুরি। ৩৯ বলে ৫১ রান তুলেন তিনি। জেসন হোল্ডার ৩৮ রানে ফিরেন সাজঘরে। যুবেন্দ্র চাহাল ১০ ওভারে ৪১ রান দিয়ে নেন ৩টি উইকেট। ম্যাচে ওয়ানডে অভিষেক হয়েছে। ঋষভ পান্তের। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবেই গড়ে তোলা হচ্ছে তাকে।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আগামী বুধবার উইন্ডিজের মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত।

এ সম্পর্কিত আরও খবর