ফেডারেশন কাপ ফুটবল শুরু শনিবার

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 00:48:16

বৃষ্টির দিন শেষে এবার মাঠে গড়াচ্ছে ঢাকার ফুটবল। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৩ ক্লাব আছে এবারের ফেডারেশন কাপে। যেখানে তাদের নিয়ে করা হয়েছে চারটি গ্রুপ। গ্রুপ পর্বে লিগ ভিত্তিক খেলা চলবে। এরপর প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পেয়ে যাবে কোয়ার্টার ফাইনালের টিকিট। ৬ নভেম্বর শুরু শেষ আটের লড়াই!

এরপর অবশ্য ১১ দিন বন্ধ থাকবে ফেডারেশন কাপের খেলা। তখন একটি ফ্রেন্ডলি ম্যাচ কিংবা ত্রিদেশীয় সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কারণ ফিফা থেকেই এমন নির্দেশনা দেওয়া আছে। সেই বিরতি শেষে সেমিফাইনালের লড়াই শুরু ২১ নভেম্বর। ২৪ নভেম্বর ফাইনাল। এরপরই পুরো মাত্রায় ব্যস্ত হয়ে উঠবে ঢাকার ঘরোয়া ফুটবল।

দেখে নিন ফেডারেশন কাপের চার গ্রুপ-

‘এ’ গ্রুপ : চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ ও রহমতগঞ্জ।

‘বি’ গ্রুপ : সাইফ স্পোর্টিং ক্লাব, বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়ন।

‘সি’ গ্রুপ : আবাহনী লিমিটেড, শেখ রাসেল কেসি ও মুক্তিযোদ্ধা কেসি।

‘ডি’ গ্রুপ : শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান এসসি লিমিটেড, নোফেল এসসি ও বসুন্ধরা কিংস।

এ সম্পর্কিত আরও খবর