ম্যানইউকে হারিয়ে দিল রোনালদোর জুভেন্টাস

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 17:34:04

সত্যিকার অর্থেই ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য দুঃস্বপ্নের এক রাত। তাদেরই মাঠে এসে দাপট দেখাল জুভেন্টাস। তুলে নিল মনে রাখার মতো এক জয়। রেড ডেভিলদের হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন নম্বর জয় তুলে নিয়েছে তুরিনোর ওল্ড লেডি।

ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে গ্রুপ ‘এইচ’ এর ম্যাচে ১-০ গোলে জিতেছে জুভেন্টাস। জয়সূচক গোলটি করেছেন পাবলো দিবালা। আর সেই গোলের উৎস তৈরি করে দিতে ভূমিকা রেখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাবেক ক্লাবের বিপক্ষে হাসি মুখেই মাঠ ছেড়েছেন তিনি।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এইচ’ গ্রুপের অারেক ম্যাচ ইয়াং বয়েজের মাঠে ১-১ গোলে ড্র করেছে ভালেন্সিয়া।

চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত খেলে যাচ্ছেন জুভদের আর্জেন্টাইন তারকা দিবালা। এর আগে ইয়াং বয়েজের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক। এবার হারালেন রেড ডেভিলদের। খেলার ১৭তম মিনিটেই ব্যবধান গড়ে দেন তিনি। রোনালদো বাড়ানো বল এক জনের পায়ে লেগে চলে আসে তার কাছে। এরপর বাঁ পায়ের শটে দারুণ এক শটে বল পাঠিয়ে দেন ম্যানইউর জালে!

হোসে মরিনহোর দল এরপর আরেকটা গোল হজম করতে যাচ্ছিল। কিন্তু ত্রাণকর্তা গোলকিপার ডেভিড ডি গিয়া। রোনালদোর ফ্রি কিক কোনরকমে আটকে দিতেই ফিরতে বলে শট নিয়েছিলেন ব্লেইস মাতুইদি। কিন্তু এবারো বল আটকে দেন তিনি।

একইভাবে ৫১তম মিনিটে রোনালদোর জোরালো শট রুখে দিয়ে স্বস্তি এনে দেন ম্যানইউ শিবিরে। গোটা ম্যাচে খুব একটা চেনা যায়নি রেকড ডেভিলদের। তবে ভাগ্য ভাল থাকলে ৭৫তম মিনিটে সমতা আসতে পারতো ম্যাচে। কিন্তু পল পগবার শট পোস্টে লেগে ফিরে আসে!

এ অবস্থায় টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে জুভেন্টাস। এরপরই আছে ৪ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। ভ্যালেন্সিয়া ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। ইয়াং বয়েজের অর্জন ১ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর