বাংলাদেশ সফরে এলেন আফগান যুবারা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 16:23:02

সকল শঙ্কা দূর করে অবশেষে বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কাবুল থেকে পাকিস্তান ও কাতার হয়ে শনিবার, ৪ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছান আফগান যুবারা। 

তালেবানরা আফগানিস্তান দখল করার পর কোনো আফগান ক্রিকেট দলের এটাই প্রথম বিদেশ সফর।

কাবুলে বিমান চলাচল বন্ধ থাকায় সড়ক পথে পাকিস্তানে যায় ক্রিকেটাররা। গিয়ে সেখান থেকে আকাশ পথে তারা আসে বাংলাদেশে। 

ঢাকা এসে আফগান যুবা ক্রিকেটাররা চলে গেছেন সিলেটে। তিন দিন কোয়ারেন্টিনে করতে টিম হোটেলে উঠেছেন তারা। করোনা টেস্টে উত্তীর্ণ হলেই বুধবার থেকে মাঠের অনুশীলনে নামতে পারবেন তারা। দুই দিনের অনুশীলন শেষে শুক্রবার মাঠে গড়াবে যুব ওয়ানডে সিরিজ।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে পর্দা নামবে ১৯ সেপ্টেম্বর। পরে যুব টেস্ট মাঠে গড়াবে ২২ সেপ্টেম্বর। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এ সম্পর্কিত আরও খবর