আগের ম্যাচে নরওয়ের সঙ্গে ড্র করলেও এবার জয়ের দেখা পেয়েছে নেদারল্যান্ডস। মেমফিস ডিপের জোড়া গোলে ডাচ শিবির ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মন্টেনেগ্রোকে।
ডিপের দুই গোলের সঙ্গে দলীয় স্কোর বোর্ডে আরও দুটি গোল যোগ করেন জর্জিনিও উইজনালডাম ও কোডি গ্যাকপো।
এই প্রথম দেশের হয়ে গোল করলেন গ্যাকপো। জাতীয় দলের জার্সি গায়ে ডিপে পেলেন ৩০তম গোলের দেখা। গত নয় ম্যাচে পেলেন নয় গোল।