খুলনাকে হারিয়ে পয়েন্টের শীর্ষে রাজশাহী

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-14 09:54:49

শেষদিনে যখন লাঞ্চে গেল খুলনা বিভাগ তখনো দুঃশ্চিন্তা ছোঁয়নি তাদের। স্কোরবোর্ডে রান তাদের ২ উইকেটে ৫১। বিপদের শুরুটা হলো শেষদিনের দ্বিতীয় সেশনে। আর মাত্র ৬২ রান যোগ করেই দুপুরের সেশনে হারালো তার আরো ৫ উইকেট। ১১৩ রানে নেই ৭ উইকেট! তখনো ইনিংস হার এড়ানোর মতো রান জমা হয়নি! সেই শঙ্কার গর্ত থেকে আর বের হতে পারলো না খুলনা। কোনমতে উইকেটে আঁকড়ে থেকে সময় পার করার চেষ্টা চালান খুলনার শেষের দিকের ব্যাটসম্যানরা। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়। ১৫৮ রানে গুটিয়ে যায় খুলনার দ্বিতীয় ইনিংস। ম্যাচ জিততে রাজশাহীর সামনে টার্গেট দাড়ায় মাত্র ৩৭ রানের। তখনো শেষদিনের খেলার ২০ ওভারের মতো সময় বাকি। রাজশাহী ২ উইকেট হারালেও মাত্র ৪.৪ ওভারে জয়সুচক রান তুলে নেয়। ৮ উইকেটের এই বড় জয়ে রাজশাহী বিভাগ এখন স্তর-একের পয়েন্ট টেবিলে রংপুরকে টপকে শীর্ষে উঠে এলো।

সংক্ষিপ্ত স্কোর: খুলনা ১ম ইনি: ৩০৯/১০ (৯১ ওভারে, এনামুল ৫৬, সৌম্য ৬৬, তুষার ৭১, জিয়াউর ৪৩, শফিউল ৩/৬১, ফরহাদ রেজা ৩/৫৪, সানজামুল ৩/৭৩)। রাজশাহী ১ম ইনি: ৪৩১/১০ (১৫৫.৩ ওভারে, মিজানুর ৪৩, জুনায়েদ সিদ্দিকী ৪৭, ফরহাদ হোসেন ৫৬, জহুরুল ১৫, সাব্বির ৯৯, মুক্তার আলী ৪৭, সানজামুল ৬৪, আল আমিন হোসেন ২/৭৭, সৌম্য সরকার ২/৫৬, মইনুল ইসলাম ২/৬৩)। খুলনা ২য় ইনি: ১৫৮/১০ (৬১ ওভারে, নুরুল হাসান সোহান ২২, নাহিদুল ৩০*, মইনুল ২৩, শফিউল ৩/৫৯, ফরহাদ রেজা ৪/২৬)। রাজশাহী ২য় ইনি: ৩৭/২ (৪.৪ ওভারে জহুরুল ১৫*, আল আমিন হোসেন ২/১৭)। ফল: রাজশাহী ৮ উইকেটে জয়ী। ম্যাচসেরা: ফরহাদ রেজা।

এ সম্পর্কিত আরও খবর