রাডুকানু ইউএস ওপেনের নতুন সম্রাজ্ঞী

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 00:17:52

ইউএস ওপেনের শিরোপা ছিনিয়ে নিয়েছেন এম্মা রাডুকানু। নিউইয়র্কের কোর্টে রোমাঞ্চকর ফাইনালে এ ব্রিটিশ কন্যা হারিয়েছেন প্রতিপক্ষ লেলাহ ফার্নান্দেজকে।

৪৪ বছর ধরে মেয়েদের এককে একটি গ্র্যান্ড স্ল্যামের অপেক্ষায় ছিল ব্রিটেন। এবার সেই অপেক্ষার প্রহর ফুরোল।

ফ্লাশিং মিডোসে ১৮ বছরের রাডুকানুর অবিশ্বাস্য অভিযাত্রা শেষ হলো ৬-৪ ও ৬-৩ গেমের দাপুটে এক জয়ে। ১৯ বছরের কানাডিয়ান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দেজকে হারিয়ে।

রাডুকানুর আগে ব্রিটেনের হয়ে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন ভার্জিনিয়া ওয়েড। ১৯৭৭ সালে উইম্বলডনের কোর্টে।

ক্যারিয়ারের প্রথম মেজর ট্রফি জিতে রেকর্ড গড়েছেন রাডুকানু। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম কোয়ালিফাইয়ার হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের নতুন ইতিহাস গড়লেন এ সুন্দরী। এবং সেটা কোনো সেট না হারিয়ে। ২০১৪ সালে সেরেনা উইলিয়ামসের পর এই প্রথম কোনো নারী কোনো সেট না হেরেই ইউএস ওপেন জিতলেন।

২০০৪ সালে মরিয়া শারাপোভার উইম্বলডন ট্রফি জেতার পর সর্বকনিষ্ঠ নারী হিসেবে গ্র্যান্ড স্ল্যামে চ্যাম্পিয়ন হলেন রাডুকানু। 

সবচেয়ে কম বয়সী ব্রিটিশ নারী হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়লেন তিনি। ১৯৬৮ সালে ভার্জিনিয়া ওয়েডের পর এই প্রথম কোনো ব্রিটিশ নারী হিসেবে ফ্লাশিং মিডোসে শিরোপা জিতলেন রাডুকানু।

এ সম্পর্কিত আরও খবর