হোয়াইটওয়াশের মিশনে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 15:53:44

তৃতীয় ওয়ানডেতেও টস ভাগ্যে হাসি মাশরাফি বিন মর্তুজার মুখে। বাংলাদেশ অধিনায়ক চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবারো আগে বল হাতে নিয়েছেন। রাতে শিশির পড়লে বোলারদের সমস্যা হবে এ কারণে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা। ব্যাটিংয়ে নেমেছে জিম্বাবুয়ে।

এনিয়ে টানা তিনটি ম্যাচেই টস জিতেছেন মাশরাফি। আগের দুই ম্যাচেই এসেছে জয়। আজ শুক্রবার জিম্বাবুয়েকে হারিয়ে হোয়াইট ওয়াশের তৃপ্তি নিতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।

তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ অভিষেক হচ্ছে অলরাউন্ডার আরিফুল হকের। এছাড়া একাদশে আছেন পেসার আবু হায়দার ও ব্যাটসম্যান সৌম্য সরকার। বিশ্রাম পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান মিরাজ। বাদ পড়েছেন টানা দুই ম্যাচে শূন্য রানে আউট ফজলে মাহমুদ রাব্বি।

সেই ২০০৬ সালে প্রথমবারের মতো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১৪ সালে তাদের ধবল ধোলাই করে টাইগাররা। ২০১৫ সালেও একই তৃপ্তি পেয়েছে মাশরাফি বিন মর্তুজার দল।

দুই দল ওয়ানডেতে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭১ বার। যেখানে ৪৩টিতে জিতেছে বাংলাদেশ। ২৮টিতে হাসি মুখে মাঠ ছেড়েছে জিম্বাবুয়ে!

বাংলাদেশ একাদশ
লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার।

এ সম্পর্কিত আরও খবর