টি-টুয়েন্টি সিরিজও পাকিস্তানের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 17:51:10

টেস্টের পর এবার টি-টুয়েন্টিতেও দাপট পাকিস্তানের। টানা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে সরফরাজ আহমেদের দল। ইমাদ ওয়াসিমের ঘূর্ণি বোলিং যাদুতেই কুপোকাত সফরকারীরা। তারই পথ ধরে এক ম্যাচ আগেই টি-টুয়েন্টি সিরিজের ট্রফি নিশ্চিত করেছে পাকিস্তান। এর আগে টেস্ট সিরিজেও জিতেছিল তারা।

শুক্রবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১১ রানে জিতেছে স্বাগতিকরা। ম্যাচে যদিও অজিদের সামনে ছিল মাত্র ১৪৭ রানের টার্গেট। কিন্তু ১৩৬ রানে থমকে যায় তারা।

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

দুবাইয়ে শুক্রবার রাতে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। যদিও শুরুটা কিছুতেই ভাল হয়নি তাদের। ফখর জামান শুরুতে সাজঘরে ফিরলেও বাবর আজম ও মোহাম্মদ হাফিজ প্রতিরোধ গড়েন। যদিও হাফিজ ফিরে যান ৪০ রানে। ভাঙে ৭০ রানের জুটি। এরপর বাবর ৪৫ রানে (৪৪ বল) ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান।

শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৪ রানে আটকে যায় পাকিস্তান। কোল্টার-নাইল ৩ উইকেট নেন মাত্র ১৮ রানে।

জবাব দিতে নেমে অজিদের শুরুতেই কোনঠাসা করে ফেলেন ইমাদ। তার স্পিনের সামনে প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। অস্ট্রেলিয়ার হয়ে যা একটু লড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল আর কোল্টার নাইল। অন্যরা শুধু উইকেটে আসা-যাওয়ার খেলার ব্যস্ত ছিলেন!

৩৭ বলে ৫২ ম্যাক্সওয়েল রান করেন। ২৭ রান আসে কোল্টার-নাইলের ব্যাটে। চার ওভারে মাত্র ৮ রান দেন ইমাদ। নেন ১ উইকেট। আর টানা দ্বিতীয়বার জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান: ২০ ওভারে ১৪৭/৬ (আজম ৪৫, ফখর ১১, হাফিজ ৪০, মালিক ১৪, আসিফ ৯, ফাহিম ১৭*; কোল্টার-নাইল ৩/১৮, স্ট্যানলেক ২/৩৬, শর্ট ১/১৬)
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৩৬/৮ (শর্ট ২, ফিঞ্চ ৩, লিন ৭, মার্শ ২১, ম্যাক্সওয়েল ৫২, কোল্টার-নাইল ২৭; ইমাদ ১/৮, শাদাব ২/৩০, আফ্রিদি ২/৩৫,  হাফিজ ১/৪)
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী
ম্যাচসেরা: ইমাদ ওয়াসিম

এ সম্পর্কিত আরও খবর