তালেবানদের ভয়ে পাকিস্তানের আশ্রয়ে আফগান নারী ফুটবলাররা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 12:00:55

তালেবানদের ভয়ে প্রতিবেশী দেশ পাকিস্তানে আশ্রয় নিয়েছেন আফগানিস্তানের নারী ফুটবলাররা। কোচ ও পরিবার সঙ্গে নিয়ে নিজেদের জন্মভূমি ছেড়ে গেছেন তারা। এখন পাকিস্তান থেকে নিজেদের ইচ্ছেমাফিক দেশে আশ্রয় চাইবেন আফগান ফুটবলাররা।

তোরখাম সীমান্ত দিয়ে নারী ফুটবলার ও তাদের পরিবার পাকিস্তান পৌঁছায়। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে লাহোরের গাদ্দাফি স্পোর্টস কমপ্লেক্স। 

রয়টার্স জানিয়েছে, পাকিস্তানে যাওয়া আফগান নারী ফুটবলারদের অনেকেই বয়সভিত্তিক ফুটবল দলের সদস্য। তাদের সংখ্যাটা প্রায় ৮১ জন। আজ বৃহস্পতিবার আরও ৩৪ জনের পাকিস্তানে যাওয়ার কথা। 

পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্মকর্তা উমর জিয়া জানান, ‘আপাতত পাকিস্তানেই থাকবেন এই ফুটবলার ও তাদের পরিবার। এক মাস পর তারা তৃতীয় কোনো দেশে পাড়ি জমানোর জন্য আবেদন করবেন। আমেরিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দেশে তাদের পাঠানোর চেষ্টা করবে আন্তর্জাতিক সংস্থাগুলো।'

এ সম্পর্কিত আরও খবর