সিলেটের হাতে এবার ট্রফি দেখতে চান কোচ ওয়াকার

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 04:45:00

বিপিএলের গেল মৌসুমে সবচেয়ে চমকপ্রদ শুরুটা ছিল সিলেট সিক্সার্সের। ঘরের মাঠে তিন ম্যাচের তিনটিতে জিতে ফেভারিট হিসেবেই টুর্নামেন্ট শুরু করেছিলো সিলেট। কিন্তু পরের ধাপে যেই টুর্নামেন্ট অন্য শহরে গেল- তাতেই বদলে গেল সিলেটের পারফরমেন্সের চেহারা। হারের গর্তে পড়ে যায় তারা। ভালো শুরুটা আর ধরে রাখা গেল না। সিলেটেরও শিরোপা জেতা হলো না। সেই ব্যর্থতা এবার নতুন মৌসুমে কাটিয়ে উঠতে চায় সিলেট। অনেক আগেভাগে সেজন্য দল গুছিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে তারা এবার।

বিপিলের সামনের আসরের খেলোয়াড় ড্রাফট শুরু হবে রোরবার (২৮ অক্টোবর)। রাজধানীর হোটেল রেডিসনে দিনব্যাপী এই ড্রাফট অনুষ্ঠিত হবে। খেলোয়াড় ড্রাফটের জন্য বিপিএলের সবগুলো দলের কোচ-কর্মকর্তা-ম্যানেজারের প্রস্তুতি সম্পন্ন। সেই প্রস্তুতি সম্পর্কে শনিবার (২৭ অক্টোবর) সিলেট সিক্সার্সের কোচ ওয়াকার ইউনুস জানালেন, ‘এই আসরে সাফল্যের জন্য ক্ষুধার্ত তারা। গেলবারের মতো এবার আর হতাশা নিয়ে ফিরতে চায় না সিলেট।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস এই আসরে দলের শক্তি নিয়ে খুবই আশাবাদী। সরাসরি ২ বিদেশি নেওয়ার সুযোগে সবচেয়ে বড় চমক দিয়েছে সিক্সার্স ম্যানেজমেন্ট। এই কোটায় টি-টুয়েন্টি স্পেশালিস্ট অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওর্য়ানারকে দলে ভিড়িয়েছে এবার সিলেট। সঙ্গে আছেন নেপালের লেগস্পিনার সন্দ্বীপ লামিচানে।

ড্রাফটের আগেই এবার চমক দিয়েছে সিলেট সিক্সার্স। সাব্বির রহমান, নাসির হোসেনের সঙ্গে পাকিস্তানের অলরাউন্ডার সোহেল তানভীরকেও দলে টেনে নিয়েছেন সিলেট। এ প্লাস ক্যাটাগরিতে সিক্সার্স শিবিরে নাম লিখিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক কাম মারকুটো ব্যাটসম্যান লিটন কুমার দাস।

সিক্সার্স কোচ ওয়াকার ইউনুস বলছিলেন, ‘শিরোপা জয়ের জন্যই দল তৈরি করছে সিলেট সিক্সার্স। যে ৬ ক্রিকেটারকে নিশ্চিত করা হয়েছে তারা সবাই টি-টুয়েন্টি ফরমেটের জন্য পরীক্ষিত। সঙ্গে ড্রাফট থেকেও দেশি-বিদেশি সেরা ক্রিকেটারদের আমরা নিশ্চিত করতে চাই। এবার আমরা একটা ব্যালেন্স দল আমরা তৈরি করতে পারবো। ষষ্ঠ আসরের শিরোপা আমরা চাই।’

ডেভিড ওয়ার্নারের মতোই প্রথমবারের মতো বিপিএলের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন ওয়াকার ইউনুস। তার দাবি, ‘আর্ন্তজাতিক অঙ্গনে বিপিএলের প্রতি ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্টদের আস্থা ক্রমেই বাড়ছে। আর সে কারণেই বিপিএলের প্রতি সবারই আগ্রহ বাড়ছে। অনেক বড় তারকা ক্রিকেটার এ জন্য বিপিএল খেলতে চাইছে।’

সিলেট সিক্সার্সের প্রধান নির্বাহী ইয়াসির ওবায়েদ জানান, ‘যথাযথ সময় পাইনি বলে প্রথম আসরটা প্রত্যাশিত হয়নি আমাদের। এবার আমরা শিরোপা জয়ের জন্যই সব ধরনের প্রস্তুতি নিয়েছি আমরা। দেশি-বিদেশি ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে আমরা সেভাবেই কাজ করেছি। ড্রাফট থেকে ভালো ক্রিকেটার পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার হবে। আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেটার বাছাই করতে।’

এ সম্পর্কিত আরও খবর