বিসিবি'র নির্বাচন আগামী ৬ অক্টোবর

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 07:37:18

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করে। সেই দীর্ঘ বৈঠকেই ঠিক হয়েছে নির্বাচনের তফসিল। 

তফসিল অনুযায়ী ৬ অক্টোবর হবে বিসিবি'র নির্বাচন। সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। 

মনোনয়নপত্র বিতরণ করা হবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র দাখিল করতে ২৭ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৭ অক্টোবর ঘোষণা করা হবে চূড়ান্ত ফল।

বিসিবি'র পরিচালক হবেন ২৫ জন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক থাকবেন ২ জন।

বিসিবি'র কাউন্সিলর হওয়ার কথা ১৭৪ জনের। কিন্তু বিসিবি নির্বাচনে ভোটার ১৭১ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল শিক্ষা বোর্ড ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব নির্বাচনে আগ্রহ দেখায়নি। 

এ সম্পর্কিত আরও খবর