বিসিবি'র সভাপতি হতে চান না পাপন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 14:13:10

৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। তবে এবারের নির্বাচন হবে অন্যবারের চেয়ে আলাদা। থাকছে না কোনো প্যানেল। পরিচালক নির্বাচিত হওয়ার সুযোগ সবার জন্য উন্মুক্ত রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের বিদায়ী পরিচালনা পর্ষদের শেষ বৈঠক শেষে এমনটি জানিয়েছেন নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর বোর্ডের সভা শেষে পাপন বলেন, তিনি আর বিসিবি'র সভাপতি হতে চান না, ‘আমার কোনো প্যানেল নাই। যে খুশি দাঁড়াতে পারে। ইলেকশন হবে। যে জিতে আসতে পারে। ওখানে যদি আমি জিতে আসি। তাহলে আমি একজন পরিচালক হয়ে আসবো। এরপর আমার প্রথম আবেদন যেটা থাকবে, আমি সভাপতি হতে চাই না। কিন্তু আমি সমর্থন দেওয়ার জন্য আছি। এরপর কী হয় আমি জানি না।’

নতুন কেউ আসলে, বোর্ডে নতুন চিন্তা-ধারা ঢুকবে। নতুন কিছু হবে। এমনটাই বিশ্বাস করেন পাপন, ‘প্রত্যেকবার প্যানেল থাকে, প্যানেল দিলে আর কেউ দাঁড়ায় না। এখন কেউ বলতে পারবে না সে আমার ক্যান্ডিডেট। এগুলো কিছু নাই। আমি আশা করব এবার ইলেকশনটা হোক। আবারও বলে নিচ্ছি এবারের নির্বাচনটা একটু ভিন্ন। আমি আগে থেকেই বলে আসছি আবারও বলছি সাধারণ যে জিনিসিটা হয় আমি মনে প্রাণে বিশ্বাস করি নতুন নতুন আইডিয়া, নতুন নতুন মাইন্ড যদি না আসে ক্রিকেট বোর্ডে। তাহলে নতুন কিছু করার আইডিয়াও আসে না। সব একই ধারায় চলতে থাকে। এবার আমি মনে প্রাণে চাচ্ছি নতুন লোকের আসা উচিত। ’

এ সম্পর্কিত আরও খবর