সাফ চ্যাম্পিয়নশিপের দলে জুয়েল-কিংসলে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-11 21:33:26

দীর্ঘ দিন পর জাতীয় ফুটবল দলে ফিরলেন আবাহনী লিমিটেডের উইঙ্গার জুয়েল রানা। তার সঙ্গে দলে রয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এলিটা কিংসলে। এএফসির ছাড়পত্র পেলেই কেবল সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে পারবেন তিনি।

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ জনের জাতীয় দল দিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের আপদকালীন কোচ অস্কার ব্রুজন। আজ বুধবার, ২২ সেপ্টেম্বর দুপুরে বাফুফে ভবনে এ স্প্যানিশ কোচ প্রাথমিক দল ঘোষণা করেছেন।

দলের ২৬ জন ফুটবলারই হোটেলে উঠে করোনা টেস্টের নমুনা দিয়েছেন। বিকেল থেকে অস্কারের অধীনে শুরু হবে অনুশীলন।

দলের দশ জন ফুটবলার বসুন্ধরা কিংসের। আবাহনী লিমিটেডের রয়েছেন পাঁচ জন। চার জন সাইফ পোর্টিং ক্লাবের।

কোচ জেমি ডে’র তৈরি তালিকা থেকে নতুন প্রবাসী ফুটবলারদের বাদ দিয়েছেন অস্কার।

বাংলাদেশ দল:

গোলকিপিং: আনিসুর রহমান জিকো, শহিদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা। 

রক্ষণভাগ: তপু বর্মন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, তারিক কাজী, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, আতিকুজ্জামান ও মেহেদী হাসান। 

মাঝ-মাঠ: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মাসুক মিয়া জনি, সাদ উদ্দিন, আতিকুর রহমান ফাহাদ, জুয়েল রানা, রাকিব হোসেন ও মানিক মোল্লা।

আক্রমণভাগ: ইব্রাহিম, সুফিল, কিংসলে, মতিন মিয়া, বিপলু আহমেদ ও সুমন রেজা।

এ সম্পর্কিত আরও খবর