দুর্নীতি বিরোধী আইন ভেঙে ফেঁসে গেছেন স্যামুয়েলস

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-28 09:13:27

আমিরাতভিত্তিক টি-টেন ক্রিকেট লিগে দুর্নীতি বিরোধী চারটি ধারা ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার মারলন স্যামুয়েলস। তার বিরুদ্ধে ক্রিকেট দুর্নীতিতে জড়িয়ে পড়ার এমন অভিযোগই এনেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট।

স্যামুয়েলসের বিরুদ্ধে আইসিসি'র অভিযোগ- দুর্নীতি দমন কর্মকর্তার কাছে বিতর্ক ছড়ায় এমন উপহার, পেমেন্ট, আথিতেয়তা বা অন্য সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়টি গোপন করেছেন স্যামুয়েলস। ৭৫০ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের উপহার নিয়েও জানাননি তিনি। 

দুর্নীতি দমন কর্মকর্তার তদন্তে সহযোগিতা করেননি সাবেক এ ক্যারিবিয়ান ক্রিকেটার। এছাড়া তদন্তে প্রাসঙ্গিক তথ্য গোপন করার অভিযোগও এনেছে আইসিসি তার বিরুদ্ধে। 

২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ দিনের মধ্যে তার বিরুদ্ধে আনীত অভিযোগের জবাব দিতে হবে স্যামুয়েলসকে। তদন্ত চলমান থাকায় আইসিসি এ নিয়ে আর কিছু জানায়নি।

এ সম্পর্কিত আরও খবর