টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের পরামর্শক জয়াবর্ধনে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 22:55:58

মুম্বাই ইন্ডিয়ান্সকে ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএলের শিরোপা উপহার দেন মাহেলা জয়াবর্ধনে। দ্য হান্ড্রেডের অভিষেক আসরে এ লঙ্কান লিজেন্ডের অধীনেই সেরা হয়েছে সাউদার্ন ব্রেভ। 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সফল কোচ মাহেলা জয়াবর্ধনের অভিজ্ঞতা টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগাবে শ্রীলঙ্কা। তাইতো সাবেক এ অধিনায়ককে টি-টোয়েন্টি ক্রিকেটের আসন্ন বৈশ্বিক আসরের প্রথম পর্বে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

শ্রীলঙ্কার জাতীয় দলে ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত কাজ করবেন ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী জয়াবর্ধনে। সুপার টুয়েলভের টিকিট ছিনিয়ে নেয়ার লড়াইয়ে প্রথম পর্বের ‘এ’ গ্রুপে নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসকে মোকাবেলা করবে শ্রীলঙ্কা।

আইপিএলের দ্বিতীয় পর্ব মাঠে গড়িয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ জয়াবর্ধনে এখন দলের সঙ্গেই রয়েছেন সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট শেষে সেখান থেকেই ওমানে শ্রীলঙ্কান দলে যোগ দিবেন তিনি। 

অনূর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবেও কাজ করবেন জয়াবর্ধনে। 

এ সম্পর্কিত আরও খবর