চ্যাম্পিয়নস লিগে হচ্ছে গার্দিওলা-মেসির পুনর্মিলন!

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 03:34:02

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর রাতে প্যারিস সেন্ট-জার্মেই'র (পিএসজি) চ্যাম্পিয়নস লিগের লড়াই। প্রতিপক্ষ কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি মাঠে গড়ানোর আগে সুখবর পেয়েছে পিএসজি। অনুশীলনে ফিরেছেন সুপারস্টার লিওনেল মেসি।

আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর অনুশীলনে ফিরলেও তার মাঠে ফেরা এখনো নিশ্চিত হয়নি। আজ সোমবার, ২৭ সেপ্টেম্বর অনুশীলনের পর মেসির মাঠে নামার ব্যাপারে সিদ্ধান্ত আসবে। 

ম্যানসিটির বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচটি খেললে অনেক দিন পর মাঠে গুরু গার্দিওলার সঙ্গে ফের দেখা হয়ে যাবে শিষ্য মেসির। 

নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ফরাসি লিগ ওয়ানের অলিম্পিক লিঁওর বিপক্ষে জয়ের ম্যাচে বাঁ-হাঁটুতে চোট পান মেসি। পরে কোচ মাউরিসিও পোচেত্তিনো তাকে তুলে নেন মাঠ থেকে। 

মেডিকেল পরীক্ষায় মেসির হাঁটুতে চোট ধরা পড়ে। এই ইনজুরির কারণেই মেটজ ও মোন্তেপেলিয়ারের বিপক্ষে খেলতে পারেননি ভিনগ্রহের এ ফুটবলার।

স্নায়ু চাপে ভরা হাইভোল্টেজ ইউরোপিয়ান ম্যাচের আগে পিএসজি’র জন্য সুখবর আছে আরও। মেসির সঙ্গে ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও।

এ সম্পর্কিত আরও খবর