সাফ চ্যাম্পিয়নশিপে খেলছেন না কিংসলে

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 23:52:19

তিনি ছিলেন বাংলাদেশ দলের ক্যাম্পে। এবং সেটা প্রথমবারের মতো। সেরেছেন অনুশীলনও। এলিটা কিংসলে স্বপ্ন বুঁনে ছিলেন লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মাঠ দাঁপিয়ে বেড়ানোর। 

তবে তার স্বপ্নটা এখনই পূরণ হচ্ছে না। বাংলাদেশ দলের জার্সি গায়ে খেলার অপেক্ষাটা আর দীর্ঘ হলো কিংসলের। ফিফা ও এএফসি থেকে ছাড়পত্র না আসায় নাইজেরিয়ান এ ফরওয়ার্ড রেখেই দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এ ফুটবল টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফিতে চোখ রেখেই মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর দুপুরে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বেন জামাল ভূঁইয়ারা। তার আগে আজ সোমবার, ২৭ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলন করেছে দেশের ফুটবলাররা। অনুশীলন শেষেই কোচ অস্কার ব্রুজন চূড়ান্ত করেন ২৩ সদস্যের মূল দল।

ফিফা ও এএফসির সঙ্গে যোগাযোগ চালিয়েও লাভ হয়নি। অনাপত্তিপত্র না পাওয়ায় কিংসলেকে খেলানোর ঝুঁকি নিচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনুমতি না পাওয়ায় এরআগে মালদ্বীপ গিয়েও বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপে খেলতে পারেননি কিংসলে।

মালদ্বীপের রাজধানী মালেতে শুক্রবার, ১ অক্টোবর মাঠে গড়াবে সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসর।

এ সম্পর্কিত আরও খবর