মেসির 'প্রথম' গোল, হারল গার্দিওলার ম্যানসিটি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 11:19:17

অভিষেক হওয়ার পরও লিওনেল মেসি গোলের দেখা পাচ্ছিলেন না। কেন গোলের দেখা পাচ্ছিলেন না? এটাই ছিল সবার আলোচনার বিষয়বস্তু। 

অবশেষে সেই আলোচনায় সমাপ্তি টানলেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। গোলের জন্য মরিয়া হয়ে খেলা মেসি পেলেন গোলের দেখা।

প্যারিস সেন্ট-জার্মেই'র (পিএসজি) হয়ে মেসি প্রথম গোলটি করলেন দুর্দান্ত স্টাইলে। সুবাদে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মনোমুগ্ধকর ম্যাচে মেসির দল ২-০ গোলে হারিয়েছে অতিথি পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে।

বার্সেলোনা ছাড়ার পর পিএসজি’র হয়ে চতুর্থ ম্যাচে প্রতিপক্ষের জালে বল জড়ালেন সুপারস্টার মেসি। ম্যাচের ৭৪তম মিনিটে কাইলিয়ান এমবাপ্পের সঙ্গে ওয়ান-টু খেলে সফরকারী ম্যানসিটির গোলরক্ষক এডারসনকে বোকা বানিয়ে ২০ গজ দূর থেকে লক্ষ্যভেদ করেন ভিনগ্রহের এ ফুটবলার। 

পার্ক দেস প্রিন্সেসের গ্যালারি ভরা দর্শকদের গগন বিদারী গর্জনের মাঝে ইনজুরি থেকে ফিরে বার্সার হয়ে করা ৬৭২ গোলের সঙ্গে মেসি যোগ করলেন আরও একটি। 

ইদ্রিসা গুয়ের গোলে ম্যাচের আট মিনিটের মাথায় অবশ্য শুরুতে এগিয়ে গিয়েছিল স্বাগতিক পিএসজিই।

গোলের অনেক সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু দুর্ভাগ্য তা কাজে লাগাতে পারেনি। রাহিম স্টার্লিং'র মাথা ছুঁয়ে যাওয়া বল আঘাত করে গোলবারে। গোলপোস্ট খালি পেয়েও ফিরতি বলে নেওয়া বার্নার্ডো সিলভার শটের সামনে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট। 

ম্যানসিটি লক্ষ্যে শট দিয়েছিল সাতটি। কিন্তু পিএসজি’র হয়ে চ্যাম্পিয়নস লিগে অভিষিক্ত জিয়ানলুগি ডোনারুম্মাকে পরাস্ত করতে পারেনি তারা।

এ সম্পর্কিত আরও খবর