জয়ে ফিরল ম্যানইউ, ছন্দে পিএসজি

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 09:51:28

পথ হারিয়ে ফেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে ২-২ ড্র, এরপর চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের কাছে ০-১ গোলে হার। সেই ধাক্কা সামলে এবার পথ খুঁজে পেয়েছে রেড ডেভিলরা। তবে সাফল্যের হাওয়ায় উড়তে থাকা আর্সেনালকে আটকে দিয়েছে ক্রিস্টাল প্যালেস। দুই দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। টানা ১১ জয়ের পর ধাক্কা খেল গানাররা!

রোববার লিগ মাচে ২-১ গোলে এভারটনকে হারাল ম্যানইউ। দলের হয়ে গোল দুটো করেন দুই ফরাসি রিক্রুট পল পগবা ও অঁতনি মার্সিয়াল।

অন্যদিকে জয়ের ছন্দেই আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইকে হারিয়ে শ্রেষ্টত্ব ধরে রেখেছে নেইমারের দল। রোববার মার্শেইয়ের  মাঠে ২-০ গোলে জিতেছে পিএসজি। গোট দুটি করেছেন কিলিয়ান এমবাপে ও ইউলিয়ান ড্রাক্সলার।

ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের মাঠে ম্যাচের ২৭তম মিনিটে লিড নেয় ম্যানইউ। এভারটনের সীমানায় মার্সিয়াল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এরপর স্পট কিক থেকে গোল করতে ভুল করেন নি পল পগবা।

৪৯ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। হোসে মরিনহোকে স্বস্তি এনে দেন মার্সিয়াল। তারপর এভারটন ম্যাচে ফেরার অনেক চেষ্টাই করেছে কিন্তু লাভ হয়নি।

এ অবস্থায় প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ম্যানইউ। আর ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি লিভারপুল। বার্নলিকে ৪-০ গোলে হারিয়ে চেলসি ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে এরপরই। তৃতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটির অর্জন ২৩ পয়েন্ট।

এদিকে লিগ ওয়ানে দুর্দান্ত দাপটে এগিয়ে যাচ্ছে পিএসজি। যদিও ম্যাচের প্রথমার্ধে মার্শেইয়ের সঙ্গে ঠিক পেরে উঠেনি তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঠিকই দৃশ্যপট পাল্টে দেয়। বদলী ফুটবলার হিসেবে খেলতে নেমে এগিয়ে দেন দলকে। এরপর জয় নিশ্চিত হয়ে যায় ইউলিয়ান ড্রাক্সলারের গোলে। ম্যাচে অবশ্য সাফল্য পাননি দলের সেরা তারকা নেইমার।

এ অবস্থায় ফরাসি ফুটবল লিগে টানা ১১ ম্যাচে জিতে পিএসজির সংগ্রহে ৩৩ পয়েন্ট। পঞ্চম স্থানে মার্সেই। তাদের অর্জন ১৯ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর