জামাল-তপুদের নতুন জার্সি

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 18:30:26

২০১৫ সাল থেকে দীর্ঘ ছয় বছর ধরে একই ডিজাইনের জার্সি জড়িয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে আসছিলেন জামাল ভূঁইয়ারা। অবশেষে পাল্টে গেল লাল-সবুজের প্রতিনিধিদের জার্সি। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টেই নতুন জার্সি পাচ্ছেন দেশের ফুটবলাররা। আজ বুধবার, ২৯ সেপ্টেম্বর খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি প্রতিযোগিতার আয়োজন করেছিল ফেডারেশন। সেখান থেকে সুব্রত দাসের ডিজাইন করা সবুজ জার্সি হোম ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে। আর লাল স্বপন আহমেদের ডিজাইন করা লাল জার্সি অ্যাওয়ে ম্যাচে থাকবে খেলোয়াড়দের গায়ে। 

১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপের রাজধানী মালেতে হবে দক্ষিণ এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এই ফুটবল টুর্নামেন্ট। এরই মধ্যে মালে পৌঁছে অনুশীলন শুরু করেছে বাংলাদেশের ফুটবলাররা।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাকি তিন ম্যাচে কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা ৪, ৭ ও ১৩ অক্টোবর লড়বে ভারত, মালদ্বীপ ও নেপালের বিপক্ষে।

এ সম্পর্কিত আরও খবর