বায়ার্নের মাঠে ফ্রাঙ্কফুর্টের অঘটন

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 04:30:28

বুন্দেসলিগায় অঘটনের শিকার হয়েছে বায়ার্ন মিউনিখ। দুঃস্বপ্নের রাতে জার্মান চ্যাম্পিয়নদের হতবাক করেছে ফ্রাঙ্কফুর্ট। নিজেদের মাঠ অ্যালিয়াঞ্জ এরিনায় বাভারিয়ানরা হার মেনেছে ১-২ গোলে।

টানা ৩০ ম্যাচ খেলার পর ঘরের মাঠে এই প্রথম লিগে ধরাশায়ী হলো বায়ার্ন। আর ফ্রাঙ্কফুর্ট ২০০০ সালের পর এই প্রথম জিতল বায়ার্নের মাঠে। চলতি মৌসুমেও এটি তাদের প্রথম জয়। 

২০১৯ সালের নভেম্বরে অ্যালিয়াঞ্জ এরিনায় সবশেষ হারা বায়ার্ন লিগের পয়েন্ট তালিকার শীর্ষেই রয়ে গেছে। বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে এক পয়েন্টে এগিয়ে এখন তারা। 

লেওন গোরেটজকার গোলে প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল স্বাগতিকরাই। তিন মিনিট না যেতেই অতিথি ফ্রাঙ্কফুর্টকে সমতা এনে দেন ক্যাপ্টেন মার্টিন হিনটারেগার।

বায়ার্নকে হতাশ করে ফ্রাঙ্কফুর্টকে জয়সূচক গোল এনে দেন ফিলিপ কসটিক। ম্যাচে তখনো সাত মিনিট বাকি। 

এ সম্পর্কিত আরও খবর