গ্রুপ সেরা হয়েই সেমিতে বাংলাদেশ

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 12:16:27

সেমি-ফাইনালে আগেই পা দিয়ে রেখেছিল বাংলাদেশ দল। অবশ্য শেষ ম্যাচটা হয়ে উঠেছিল গ্রুপ সেরার লড়াই। যেখানে দাপট বাংলাদেশের কিশোরদেরই। স্বাগতিক নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ সেরা হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সোমবার নেপালের আনফা কমপ্লেক্সে ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। তারই পথ ধরে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে তারা।

বৃহস্পতিবার ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশ দলের সামনে শক্তিশালী ভারত।

যদিও এদিন ম্যাচের বেশিরভাগ সময় দশ জন নিয়ে খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। তবে ম্যাচে প্রথম গোলটা চটজলদিই পেয়ে যায় কিশোর ফুটবলাররা। খেলার দ্বিতীয় মিনিটে মেহেদী হাসানের ভাসানো ফ্রি কিকে মাথা ছুঁইয়ে দেন ইবনে আহাদ শাকিল (১-০)।

২৮ মিনিটে আরো এগিয়ে যেতে পারতো বাংলাদেশ। নেপালের গোলকিপারকে পরাস্ত করলেও রাজন হাওলাদারের শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরই অবশ্য দশজনের দল হয়ে যায় বাংলাদেশ। খেলার ৩৪তম মিনিটে ডি বক্সের মধ্যে প্রতিপক্ষের এক ফুটবলারকে ফাউল করেন গোলরক্ষক মিতুল হাসান। তারই পথ ধরে লালকার্ড দেখেন তিনি। আর স্পট কিক থেকে নেপালকে সমতায় ফেরান জান লিম্বু (১-১)।

দশজনের দল হলেও ঠিকই দাপট নিয়ে খেলে গেছে বাংলাদেশ দল।তারই পথ ধরে দ্বিতীয়ার্ধে দল এগিয়ে যায়। এবার গোলদাতা রাজন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক নেপাল। গ্রুপের সেরা হয়েই সেমিতে পা রাখল দল।

গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ৯-০ গোলে অনায়াসে হারিয়েছিল বাংলাদেশ।

 

এ সম্পর্কিত আরও খবর