ফাইনালের আগে করোনা পজিটিভ ফ্রান্সের র‌্যাবিয়ট

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 05:53:43

আগামীকাল রোববার, ১০ অক্টোবর রাতে ন্যাশন্স লিগের ফাইনাল। প্রতিপক্ষ স্পেন। তার আগেই ফ্রান্স পেয়েছে খারাপ খবর। শিরোপা নির্ধারণী মহাগুরুত্ব এই ম্যাচের আগে করোনা হানা দিয়েছে তাদের জাতীয় দলে। 

পজিটিভ রিপোর্ট পেয়েছেন আদ্রিয়েন র‌্যাবিয়ট। যে কারণে বাদ পড়েছেন ফরাসি এ মিডফিল্ডার। আজ শনিবার, ৯ অক্টোবর খবরটি নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। 

ফ্রান্সের মাঝ-মাঠের তারকা র‌্যাবিয়ট এখন রয়েছেন আইসোলেশনে। যে কারণে ফাইনালের দলের সঙ্গে তুরিন থেকে মিলানে যেতে পারবেন না তিনি।

র‌্যাবিয়টের বদলি হিসেবে কাউকে নেননি কোচ দিদিয়ের দেশম। ফাইনালে তার জায়গায় একাদশে থাকতে পারেন মোনাকোর মিডফিল্ডার অহেলিয়া শুমেনি।

শিরোপা জয়ের লক্ষ্যে সান সিরোয় বাংলাদেশ সময় রোববার রাত ১২টা ৪৫ মিনিটে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স।

এ সম্পর্কিত আরও খবর